হাওড়ার মুন্সীরহাটে ছেলের অনুপস্থিতিতে বৃদ্ধ মাকে খুন করে বাড়ির সমস্ত গহনা চুরি করে উধাও দুষ্কৃতী

আলম শেখ, নতুন গতি : আজকে হাওড়ার মুন্সীরহাটের ব্রাহ্মণপাড়ায় দেখা গেলো এক মর্মান্তিক ঘটনা, ছেলের অনুপস্থিতিতে বৃদ্ধ মাকে খুন করে বাড়ির সমস্ত গয়না চুরি করে মৃত দেহ বাড়ির মধ্যে অবস্থিত গোয়াল ঘড়ে লুকিয়ে দিলো দুষ্কৃতী।

     

    ৬২ বছর বয়সের মহিলা তসলিমা বেগম, বাড়িতে একাই থাকতেন, ছেলে তার সম্পূর্ণ পরিবার নিয়ে চন্ডীগরে থাকতেন, মহিলার একার উপস্থিতিতে বুধবার বাড়িতে প্রবেশ করে দুষ্কৃতী, ওনাকে মর্মান্তিক ভাবে হত্যা করে বাড়িতে থাকা ৮ গাছা সোনার চুরি গলায় সোনার চেন কানের বালি এ গুলো সব চুরি করে নিয়ে চলে যায় দুষ্কৃতী, মহিলার মাথায় খুব ভয়ানক ভাবে আঘাত করে মৃত দেহ লুকিয়ে দেয় গোয়াল ঘড়ে, আজকে পুলিশ এসে মৃত দেহ উদ্ধার করে পোষমার্টাম করতে দেই। পোষমার্টাম রিপোর্টে হত্যা বলে চিহ্নিত করা হয়।

    পুলিশ সূত্রের খবর চুরি করার জন্যই হত্যা করা হয়েছে মহিলাকে, দুষ্কৃতীর এখন পর্যন্ত কোনো পরিচয় কিছুই খুঁজে পাওয়া যায়নি। সন্দেহমূলক ভাবে গ্রাম বাসির কাছ থেকে জানতে পারা যায় যে ওনার এক প্রতিবেশীর সাথে জায়গা নিয়ে ঝামেলা চলছিল।