৯ শব্দের পরমাণু গল্পের দ্বিতীয় বর্ষের সম্মেলন কৃষ্ণপদ মেমোরিয়ালে

লুতুব আলি, নতুন গতি : ৯ শব্দের পরমাণু গল্পের দ্বিতীয় বর্ষের সম্মেলন কৃষ্ণপদ মেমোরিয়ালে। শিয়ালদহের কৃষ্ণপদ মেমোরিয়ালে অনুষ্ঠিত হলো নয় শব্দের পরমাণু গল্পের দ্বিতীয় বর্ষের সম্মেলন। উদ্যোক্তা আন্তর্জাতিক পরমাণু গল্প চর্চা পরিষদ। এপার বাংলা, উপর বাংলার প্রায় দেড় শতাধিক নয় শব্দের পরমাণু গল্পের লেখকরা উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানের প্রারম্ভে সংগীত শিল্পী নবলতা শীল উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। বাংলাদেশের কবি আতিকুর রহমান মিরন বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে ১৬০ জন লেখকদের তিনটি করে নয় শব্দের পরমাণু গল্প নিয়ে মোট ৪৮০ টি পরমাণু গল্পের একটি আন্তর্জাতিক সংকলন প্রকাশিত হয়। অনুষ্ঠানের উপস্থিত সকলের হাতে প্রয়াত সাহিত্যিক সমরেশ মজুমদারের স্মরণে একটি স্মারক, সার্টিফিকেট ও পরমাণু গল্পের সংকলনটি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উত্তরসূরী বিশিষ্ট কবি জয়দীপ চট্টোপাধ্যায় সহ যে সমস্ত সাহিত্যিকরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন বরুণ চক্রবর্তী, দিলীপ রায়, গোপাল চক্রবর্তী, আব্দুস শুকুর আলী মল্লিক, প্রদীপ আচার্য, ছড়াকার বকুল বৈরাগী, আনন্দ প্রকাশনীর কর্ণধার নিগমানন্দ মন্ডল, রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত স্কাউট মাস্টার দেবাশীষ ব্যানার্জি। এছাড়াও বাংলাদেশের কবি ও মানবিক ব্যক্তিত্ব সৈয়দ খায়রুল আলম, কবি ও লেখিকা হামিদা মুন, কবি মুরশিদ জামান, কবি ও সম্পাদিকা সোহেলী মল্লিক, কবি ও সম্পাদক নুরুল শিপার খান, কবি শাকিল আহমেদ, কবি মাসুদ মিয়া। নয় শব্দের পরমাণু গল্পের উদ্ভাবক কবি ও সাহিত্যিক সুশান্ত ঘোষ তাঁর বক্তব্যে নয় শব্দের পরমাণু গল্প বৃহত্তর গল্পের সারসংক্ষেপ হিসাবে যেভাবে নামকরণ সহ অসংখ্য সাহিত্যিক বন্ধুদের কাছে গ্রহণযোগ্য হয়ে তাদের কলমে বিরাজ করছেন তাদের প্রশংসিত করেন। তিনি আর ও বলেন যে কোন সৃজনশীল সৃষ্টির মূলে কিছু মানুষের বিরোধিতা থাকবেই, জীবনের সর্বক্ষেত্রে তাকে সরিয়ে দূরে ঠেলে রেখে এগিয়ে যেতে হবে। নয় শব্দের পরমাণু গল্পের অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে বর্ণময় হয়ে উঠেছিল। কলকাতার বুকে এই অভিনব অনুষ্ঠান হওয়ায় সাহিত্য অনুরাগীরা স্বাগত জানান।