|
---|
মালবাজার: জলপাইগুড়ির পর এবার মালবাজার শহরের ছড়ালো ভাল্লুকের আতঙ্ক। গতকাল রাতে মালবাজার শহরের একটি বিয়ে বাড়িতে ভাল্লুক টি হানা দেয়। সৌভাগ্যবশত সেই সময়ে বিশেষ কেউ উপস্থিত ছিলেন না। তবে এই ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।
প্রসঙ্গত জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যান এ মিলেছে ভাল্লুক এর পায়ের ছাপ। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে প্রাতঃভ্রমণ এর উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে জলপাইগুড়ি শহরে। মাইকিং করে সকলকে সচেতন করা হচ্ছে। ভাল্লুক টিকে ধরছে কাল ঘুম ছুটে গেছে বনদপ্তর কর্মীদের। ভাল্লুক কে ধরার জন্য বিভিন্ন জায়গায় খাঁচা পাতা হয়েছে। রাতের বেলা তো বটেই দিনের বেলাতেও তন্ন তন্ন করে খুঁজে হচ্ছে ভাল্লুক টিকে । শুধু তাই নয় ঐরাবত ভ্যান এর ব্যবস্থা রয়েছে।