|
---|
খান আরশাদ, রাজনগর : শুক্রবার রাজনগর ব্লকের চন্দ্রপুরে আয়োজিত হল দিদি কে বলো কর্মসূচী। রাজ্যের সাধারণ মানুষ নিজেদের সমস্যার কথা যাতে মুখ্যমন্ত্রীর কাছে পৌছাতে পারেন, সেই উদ্দেশ্যেই তৃনমূলের এই অভিনব প্রকল্প । রাজনগর ব্লক তৃনমূলের চেয়ারপার্সন সুকুমার সাধুর নেতৃত্বে চন্দ্রপুর কমিউনিটি হলে এই কর্মসূচী আয়োজিত হয়। তিনি জানান এর আগের পর্যায়গুলোতে ব্যাপক সাড়া পাওয়া গেছে। এবারেও মানুষের যথেষ্ট সাড়া পেয়েছি। রাজনগরের তিনটি জায়গায় এই কর্মসূচী অনুষ্ঠিত হবে। প্রতিটি জায়গায় ৫ জন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলা হবে। এদিন উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃনমূলের চেরারপার্সন সুকুমার সাধু, ব্লক যুব সভাপতি রানা প্রতাপ রায়, সৌমিত্র সিংহ, মন্টু বাগদী সহ অন্যান্যরা।