|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: রায়দিঘীতে লাগাতার স্কুল চুরির ঘটনায় উদ্বিগ্ন প্রশাসন। গত কয়েকমাসে তিনটি স্কুল চুরির পর এলাকার মানুষজন আতঙ্কিত। আজ জটা নগেন্দ্রপুর স্কুলে কাঠচুরির অভিযোগ অভিযোগ তুলে শিক্ষাবন্ধুকে ঘেরাও করল স্থানীয় জণগণ। স্কুল ছুটি থাকার সুযোগ নিয়ে শিক্ষা বন্ধু স্কুলের চিরেট করা কাঠ নিয়ে বাড়ি পালিয়ে যাচ্ছিল বলে অভিযোগ। তবে প্রথমে অস্বীকার করলেও পরে সেটি স্কুলের কাঠ বলে স্বীকার করেন তিনি। তখন কাঠগুলিকে গ্রামবাসীরা আটক করে বিক্ষোভ দেখাতে থাকে। বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থল থেকে পালিয়ে জেতে সক্ষম হয় নিমাই। তবে কাঠগুলি ঘিরে ধরে এখনও বিক্ষোভ দেখাচ্ছে গ্রামবাসীরা। তাদের দাবি ঘটনার তদন্ত হোক।