দিদিকে বলো কর্মসূচিতে মানুষের হৃদয় জয় সৈয়দ সিরাজ জিমির

 

    নিজস্ব সংবাদদাতা- লোকসভা ভোটের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলার মানুষের অভাব, অভিযোগ শোনার জন্য শুরু করেছিলেন দিদিকে বলো কর্মসূচি। এই কর্মসূচির মাধ্যমে বাংলার সমস্ত সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগ সরাসরি পৌঁছে দিতে পারছেন মুখ্যমন্ত্রীর দপ্তরে। দলীয় কর্মীরা ঐক্যবদ্ধভাবে পৌঁছে যাচ্ছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে। শনিবার মুরারই থানার রাজগ্রাম অঞ্চলের সন্তোষপুর গ্রামে দিদিকে বলো কর্মসূচি পালন করা হয়। এদিনের এই দিদিকে বলো কর্মসূচিতে নেতৃত্ব দেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি সৈয়দ সিরাজ জিমি। রাজগ্রাম দলীয় কর্মীদের আগ্রহ-উদ্দীপনা দেখে আপ্লুত হন সিরাজ বাবু। তিনি রাজগ্রাম অঞ্চলের সমস্ত মানুষের অভাব অভিযোগ মন দিয়ে শোনেন। গ্রামেরই বাসিন্দা আলিমউদ্দিন সেখ জানান রাজগ্রাম অঞ্চলের সবথেকে বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা, জেলা প্রশাসন আমাদেরকে বহু নলকূপের ব্যবস্থা করে দিয়েছেন তা সত্ত্বেও আমরা জল পাচ্ছিনা। এদিকে লায়েল কাফি জানান গ্রামের ভিতরে রাস্তা কিছুটা অংশ খারাপ হয়ে গেছে যার ফলে সমস্যায় পড়তে হচ্ছে আমাদের।

    সৈয়দ সিরাজ জিমি বাবু বলেন বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে বহুবার জলের জন্য লোক পাঠানো হয়েছে কিন্তু এই অঞ্চলের জলস্তর নিচে নেমে গেছে গ্রীষ্মকালে নলকূপ থেকে জল পেতে একটু সমস্যা হয় এখানকার মানুষের মুখ থেকে আমি শুনলাম। খুব তাড়াতাড়ি রাজগ্রামের জলের সমস্যা মিটে যাবে গঙ্গা থেকে পাইপ লাইনের মাধ্যমে জল রাজগ্রামে আসবে তবে সেটা করতে কিছুটা সময় লাগবে। এদিকে মুরার‌ই -1 নম্বর এর ব্লক সভাপতি জানান জলের সমস্যাটা খুব তাড়াতাড়ি সমাধান হতে চলেছে। তবে মুরারাই বাসীর কাছে সবথেকে বড় উপহার হচ্ছে 1600 কোটি টাকা ব্যয়ে কৃষি গবেষণা কেন্দ্র গড়ে উঠবে মুরার‌ইয়ে যার জন্য 75 বিঘা জমিও ঠিক হয়ে গেছে।