1600 কোটি টাকার জল ট্যাঙ্কি, কৃষি গবেষণাগার হচ্ছে মুরারইয়ে

 

    নিজস্ব সংবাদদাতা- বীরভূম জেলার লোকসভা ভোটে শতাব্দী রায় কে সবথেকে বেশি ভোটে লিভ দেওয়ার নজির গড়েছিল মুরার‌ই। তৃতীয় বারের জন্য‌ও তিনি নির্বাচিত হয়েছেন বীরভূম জেলার সংসদ। শতাব্দী রায় সংসদ হিসাবে শপথ গ্রহণ করার পরেই লোকসভাতে রাজগ্রামের মানুষের জল কষ্টের কথা তুলে ধরেছিলেন। সেই প্রকল্প এবার বাস্তবায়িত হতে চলেছে মুরার‌ইয়ে। প্রায় 1600 কোটি টাকা ব্যয় করে গঙ্গা থেকে পাইপ লাইন এর মাধ্যমে জল আসবে এমনটাই জানালেন মুরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ। তিনি আরও জানান মুরারই বিধানসভা পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে, ভোটের লিডের দিক দিয়ে তৃতীয় স্থানে ছিল।সেই ফলস্বরূপ মুরার‌ই বাসীকে উপহার দিতে চলেছে রাজ্য সরকার। 75 বিঘা জমির ওপর তৈরি হবে কৃষি গবেষণাগার। কালী পূজার পরেই জমির কাগজপত্র তুলে দেয়া হবে রাজ্য সরকারের হাতে। যার ফলে উপকৃত হবে বীরভূম তথা মুরার‌ই বিধানসভার সমস্ত মানুষ।