|
---|
নিজস্ব সংবাদদাতা : নেতাজি পুরো বাজারে অবস্থিত পাইকারি মাছের বাজার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা মালদা জেলা প্রশাসনের। দীর্ঘদিন ধরেই নেতাজি পুরো বাজারে অবস্থিত পাইকারি মাছের বাজার অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিল মালদা জেলা প্রশাসন ও ইংরেজবাজার পৌরসভা। তবে ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা থাকায় ও নতুন বাজার না থাকায় এতদিন ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। বর্তমানে মালদা নিয়ন্ত্রিত বাজারে পাইকারি মাছ বাজারের জন্য একটি আলাদা বাজার তৈরি করা হয়েছে। নতুন সেই বাজারে মাছ ব্যবসায়ীদের নিয়ে যাওয়ার পরিকল্পনা ইতিমধ্যে নিয়েছে জেলা প্রশাসন। তবে পাইকারি মাছ বাজারের একাংশ ব্যবসায়ী সেখানে যেতে রাজি হচ্ছেন না। নতুন বাজারে তাদের জায়গা না থাকায় সেখানে যেতে নারাজ ব্যবসায়ীদের একাংশ।
যদিও ব্যবসায়ীদের সাথে আলোচনা করে দ্রুত সমস্যার সমাধান করে বাজার অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা জেলা প্রশাসনের।মালদা শহরের রথবাড়ি সংলগ্ন নেতাজি পৌরবাজারে দীর্ঘদিন ধরে পাইকারি মাছ বাজার রয়েছে। এখানে মোট ১২১ জন ব্যবসায়ী রয়েছেন। মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি। সেখানেই পাইকারি মাছ বাজার থাকায় নিত্যদিন যানজটের সমস্যা তৈরি হচ্ছে। সাধারণ পথচলতি মানুষ থেকে অন্যান্য ব্যবসায়ীরা সমস্যার মুখে পড়ছেন।বাজারে ঢোকার রাস্তা সরু থাকায় ভিন রাজ্য থেকে আসা মাছ বোঝাই গাড়িগুলি বাজারের ভেতরে প্রবেশ করতে পারেনা। বাজারে ঢোকার সদর রাস্তার উপরেই দাঁড়িয়ে পড়ে গাড়ি গুলি, তার জেরে যানজটের সৃষ্টি হচ্ছে। তাই জেলা প্রশাসনের পক্ষ থেকেবাজারটি অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে।মালদা জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নেতাজি পুরবাজারের মাছ বাজার থেকে পাইকারি ব্যবসায়ীদের অন্যত্র সরিয়ে দেওয়া হলেও খুচরো মাছ বাজার থাকবে নেতাজি পুরবাজারে। শুধুমাত্র খুচরো মাছের বাজার থাকলে ভিড় অনেকটাই কমবে।সাধারণ মানুষ সহজেই বাজারের ভেতরে ঢুকে মাছ কিনতে পারবেন। বর্তমানে খুচরা ও পাইকারি বাজার একসাথে থাকায় সাধারণ ক্রেতাদের মাছ কিনতে চরণ সমস্যায় পড়তে হয়। পাইকারি বাজারের ভিড়ে সাধারণ খুচরা বিক্রেতারা বাজারের ভেতরে ঢুকতে পারেন না। তাই পাইকারি মাছ বাজার অন্যত্র সরে গেলে সাধারণ ক্রেতাদের অনেকটাই সুবিধা হবে এমনটাই দাবি স্থানীয় বাসিন্দাদের। মালদা জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়ন্ত্রিত বাজারে মাছের আর তৈরীর জন্য জায়গা পরিদর্শন করা হয়েছে। এমনকি সেখানে বাজারের সেড তৈরির কাজ সম্পন্ন হয়েছে। তবে ব্যবসায়ীদের একাংশ নতুন বাজারে যেতে অস্বীকার করছেন। কারণ অধিকাংশ মাছ ব্যবসায়ী সেখানে দোকান নেই। বর্তমান পরিস্থিতিতে তাদের দ্বারা দোকান কেনা সম্ভব নয় বলে জানান ব্যবসায়ীদের একাংশ। তাই তারা পুরনো জায়গায়তেই থাকতে চান। ইতিমধ্যে পাইকারি মাছ ব্যবসায়ীদের সাথে জেলা প্রশাসনের একটি বৈঠক হয়। এই বৈঠকে ব্যবসায়ীদের সমস্যা সমাধানের দ্রুত আশ্বাস দেন জেলা প্রশাসনের কর্তারা।