শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে পালিত হল ‘ওয়াক ফর হেলথ’

নিজস্ব সংবাদদাতা : শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে পালিত হল ‘ওয়াক ফর হেলথ’। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের তরফে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়। ‘ওয়াক ফর হেলথ’ নামক এই কর্মসূচিতে শিলিগুড়ি কমিশনারেটের অন্তর্গত সকল থানা এবং আউটপোস্ট ও বিভিন্ন ট্রাফিক পুলিশ অংশ নেন। সকাল ৬ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত শিলিগুড়ি কোর্ট প্রাঙ্গণ থেকে ওয়ার্ক ফর হেলথ কর্মসূচি পালন করা হয়। শিলিগুড়ি কোর্ট মোড় হয়ে বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে শিলিগুড়ি কোর্টে এসে শেষ হয় এই কর্মসূচি। আজ বুধবার বিভিন্ন থানায় ইউনিট বিশেষ করে শিলিগুড়ি কোর্ট নিযুক্ত যে সমস্ত পুলিশ পার্সোনাল রয়েছেন, কোর্ট এর তরফে কোর্ট ইনস্পেক্টর মিহির দাসের নেতৃত্বে সকল অফিসার ফোর্স এই কর্মসূচিতে সামিল হয়। শিলিগুড়ির কোর্ট মোড় হয়ে বাঘাযতীন পার্ক, সুভাষপল্লী, শিলিগুড়ি কলেজ, হাকিম পাড়া, মেইনরোড হয়ে পাকুরতলা মোড় হয়ে বিধান রোড হয়ে ভেনাস মোড় হয়ে পুনরায় শিলিগুড়ি কোর্টে এসে স্বাস্থ্যের জন্য হাঁটা ওয়াক ফর হেলথ কর্মসূচি শেষ করা হয়। একটি ফিট মন একটি ফিট শরীরে বাস করে।নিয়মিত দায়িত্ব ছাড়াও, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ তার সমস্ত পুলিশ কর্মীদের নিয়মিত হাঁটা, দৌড় এবং ব্যায়ামের মাধ্যমে ফিটনেসের উপর জোর দেয়। এরকমই একটি উদ্যোগ হল ওয়াক ফর হেলথ। বিভিন্ন দল তাদের পরিদর্শক/অফিসার ইনচার্জদের দক্ষ নেতৃত্বে নিজ নিজ এলাকায় স্বাস্থ্যের জন্য হেঁটেছেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ প্রত্যেক নাগরিকদের তাঁদের নিজেদের সুস্বাস্থ্য ও সুখের জন্য প্রতিদিন কিছু সময় বের করার