|
---|
জলপাইগুড়ি: উত্তপ্ত ধুপগুড়ি। অজস্র কুকুর ও পাখির মৃত দেহে চাঞ্চল্য ছড়িয়েছে ধূপগুড়ি শহরের ১১ নম্বর ওয়ার্ডের সৎসঙ্গ পাড়া অরবিন্দ পল্লী এলাকায়।
এলাকাবাসীদের দাবি এই মৃত্যুর পিছনে রয়েছে কোনো অসৎ ব্যক্তির হাত। তাদের বক্তব্য নিজের অসৎ উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে এই অবলা প্রাণীগুলির খাবারের সঙ্গে বিষ দিয়ে মেরে ফেলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই এলাকায় কুড়ি থেকে পঁচিশটি কুকুরের দল রয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত চারটি কুকুরের মৃতদেহ উদ্ধার হলেও আরও কুকুরের মৃত্যুর সম্ভাবনা রয়েছে বলে দাবি তাঁদের। ইতিমধ্যেই ঘটনাস্থলে পশুপ্রেমী সংস্থার সদস্যরা পৌঁছেছেন। তাঁরা কয়েকটি কুকুরকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। এই বিষয়ে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন এই কুকুরগুলো পাহারা দিত গোটা এলাকা। কার্যত এদের জন্যই নিশ্চিন্তে এলাকাবাসীরা ঘুমোতে যেতেন। এইভাবে কুকুরের মৃত্যুতে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে।