by নতুন গতি
|
---|
নাজমুস সাহাদাত, মোথাবাড়ি : মালদার মোথাবাড়ির গঙ্গা পাড়ের ভাঙ্গন কবলিত বাঙ্গীটোলা এলাকার অন্যতম একজন শিক্ষাব্রতী ও এলাকার ব্যতিক্রমী সমাজসেবী তথা আজমাল ফাউন্ডেশন ও ঈসা ফাউন্ডেশনের রাজ্য কোওর্ডিনেটর, জমিয়তে উলামায়ে হিন্দ এর জেলা সভাপতি এছাড়াও তিনি মালদা জেলা তৃণমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মুহাম্মদ নজরুল ইসলাম ।
তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় এবং আজমাল ফাউন্ডেশন ও ঈসা ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছরের মত এবারেও পবিত্র রমজান মাস উপলক্ষে মালদা জেলার বিভিন্ন প্রান্তে হাজার হাজার দুঃস্থ অসহায় মানুষদের কাছে ফুড প্যাকেট তথা রমজান তোহফা বিতরণ এর কাজ ইতিমধ্যে আরম্ভ করেছেন তিনি। জানা যায় , তিনি সারা মালদা জুড়ে প্রায় বারোটি ক্যাম্প করে খাদ্যসামগ্রী দুঃস্থ দের মাঝে বিলি করবেন বলে জানিয়েছেন। ইতিমধ্যেই শুভারম্ভ ক্যাম্প সুজাপুরে অনুষ্ঠিত হয়েছে এবং চাঁচলে দ্বিতীয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে যেখানে সেই সমস্ত অঞ্চলের শতশত দুঃস্থ অসহায় পরিবারের হাতে রমজান ফুড প্যাকেট তুলে দেন নজরুল ইসলাম সাহেব।
উল্লেখ্য, প্রতিটি ফুড প্যাকেটে মোট ২৯ কেজি করে খাদ্যসামগ্রী থাকছে। আজমাল ফাউন্ডেশন এর রাজ্য কোওর্ডিনেটর মোহাম্মদ নজরুল জানান, ” আপনারা সকলেই অবগত আছেন যে, আমরা আজমাল ফাউন্ডেশনের সহযোগিতায়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি বছর হাজার হাজার দুঃস্থ অসহায় পরিবারের মাঝে রমজান মাসে ফুড প্যাকেট ও শীতকালে শীতবস্ত্র বিতরণ করে থাকি । সেইমত এবারেও আমরা পবিত্র রমজান মাস উপলক্ষে মালদা জেলা জুড়ে বহু ক্যাম্প এর মাধ্যমে প্রায় পনেরো হাজার অসহায় পরিবারের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। ইতি মধ্যে আমরা যথাযথ কোভিড বিধি মেনে এবং প্রশাসনিক নিয়মাবলি পালন করে সুজাপুর ও চাঁচলে সুষ্ঠু শৃঙ্খল ভাবে দুটি ক্যাম্প অনুষ্ঠিত করেছি এবং আগামীতে আরো দশ খানা ক্যাম্প আমরা করতে চলেছি। সাধারণ জনগণ আমাদের প্রচুর দুআ ও আশীর্বাদ দিচ্ছেন যা আমাদের সবথেকে বড়ো পাওনা বলে মনে করি ।