|
---|
সাইফুদ্দিন মল্লিক : ১৯৮০ সালের ১৬ই আগষ্ট খেলার মাঠের মর্মান্তিক দূর্ঘটনায় ১৬ জন ফুটবল প্রেমী মানুষ প্রান হারিয়েছিলেন। তাঁদের স্মরণে প্রতিবছরের মত এবারও ১৬ই আগষ্ট, শুক্রবার, ” ফুটবলপ্রেমী দিবসে” ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে সকাল ৯টা থেকে।
প্ৰখ্যাত প্রাক্তন ফুটবলার শ্রী জামশিদ নাসির শহীদ বেদীতে মাল্যদানের মাধ্যমে এই রক্তদান শিবিরের সূচনা করেন। উপস্থিত ছিলেন আইএফএ ও এভিবিডি-র নেতৃবৃন্দ।