|
---|
নূর আহামেদ, মেমারি : ৬ ডিসেম্বর মঙ্গলবার বিকাল চারটে নাগাদ মেমারি ১ পশ্চিম ও পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে প্রকাশ্য আলোচনা সভার আয়োজন করে বামেরা মেমারী চকদিঘী মোড় সিটু অফিসের পাশে। আলোচনা সভার বিষয় ছিল সাম্প্রদায়িকতার চ্যালেঞ্জ আরএসএস উগ্র হিন্দুত্ববাদ ও মৌলবাদের বিপদ।প্রকাশ্য আলোচনা সভাতে সভাপতিত্ব করেন প্রশান্ত কুমার উপস্থিত থাকে সনদ ব্যানার্জি। আলোচনা সভায় বক্তব্য রাখেন বর্ধমান মহিলা মহা বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সুকৃতি ঘোষাল তিনি তার বক্তব্যে বলেন বাবরি মসজিদ ধ্বংসের ৬ ডিসেম্বর ১৯৯২ ভারতের ইতিহাসে এক কলঙ্কময় দিন। বাবরি মসজিদ সেদিন ভেঙে ফেলা হয়েছিল। যার নেপথ্যে ছিল আরএসএস ও বিজেপি নেতারা। সেই কলঙ্ককময় তার ইতিহাস তুলে ধরেন তিনি।
ফটো ক্যাপসনঃ সমাবেশের একাংশ