প্রজাতন্ত্র দিবসে শেরপুর ইম্পেরিয়াল স্কুলের ছাত্রছাত্রীরা পালন করল পথ সচেতনতামূলক কর্মসূচী।

সেজাউল সেখ, কান্দী : ৭০তম প্রজাতন্ত্র দিবস ” শেরপুর ইম্পেরিয়াল স্কুলে.” পালন হয় সচেতন শিবিরের মাধ্যমে। বাচ্চাদের নিয়ে পতাকা উত্তোলনের পর পরই পথ সচেতনতার উদ্দেশ্য স্কুল কতৃপক্ষ এক অভিনব কর্মসূচীর আয়োজন করল এ-বছর।

    স্কুলের তিন থেকে এগারো বছর বয়সী ছাত্রছাত্রীরা প্রথমে ফেস্টুন, প্ল্যাকার্ড নিয়ে কিছুটা পথ হেঁটে সবাই কে ‘সেফ ড্রাইভ সেভ লাইফ’ সম্পর্কে সচেতন করে। পরে স্কুলের সামনে বাদশাহী রাস্তায় দুদিকে সার দিয়ে দাঁড়িয়ে বাস,লরি, ডাম্পার,বাইক প্রভৃতির ড্রাইভারদের পথ নিরাপত্তা সংক্রান্ত একটি হ্যান্ডবিল,কেক চকলেট তুলে দেয় এবং প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দিয়ে তাদের যাত্রাপথের শুভেচ্ছা জানায়। গাড়ি স্লো চালান, নিজে বাঁচুন – অপরকে বাঁচান, এই ছিল মূল স্লোগান।

     

    আজকে শিশুদের কাছে পথ নিরাপত্তা সম্পর্কিত কথা শুনে অনেক ড্রাইভার খুবই উচ্ছ্বসিত। বিদ্যানন্দ নামের এক ট্যাঙ্কার চালক বলেন, ‘দেখো বাবু তুম জ্যায়সা বাচ্চা মেরে দেশ মে হ্যায়, আজ তুমলোগো নে কাহা তো মুঝে উসে ইয়াদ আগায়া। ঔর উনকো খাতির আবসে হাম স্লো চলেঙ্গে’। স্কুলের এরকম আয়োজনে ছাত্রছাত্রীরা ও খুব খুশি। স্কুলের এক ছাত্রী জীনাত পারভিনের কথায়, ‘নির্মল ভারত অভিযান ছিল সামাজিক কিন্ত আজকে আমরা যেটা করলাম সেটা একসাথে সামাজিক ও মানবিক। ‘ স্কুলের শিক্ষক-শিক্ষিকার ও  বাচ্চাদের পাশে থেকে তাদের সহযোগিতা করে করে কর্মসূচীটাকে সফল করে তুলে।