আজ ৮০০০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রীক দিলেন পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এর আর্থিক সহযোগিতায় নাবাবিয়া মিশন ব্যবস্থাপনায়। ।

সংবাদদাতা : হুগলি জেলার হরিপাল থানার তাজপুর গ্রামে কিছু অসহায় মানুষের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হল। আজ আমাদের ইফতার সামগ্রী বিতরণী ৪২ দিন পদার্পণ করল, পতাকা ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড এর কর্ণধার, জিডি চ্যারিটেবল সোসাইটি চেয়ারম্যান, আলহাজ্ব মোস্তাক হোসেন সাহেবের আর্থিক সহযোগিতায় আজ নাবাবিয়া মিশন এর সাধারণ সম্পাদক শেখ শাহিদ আকবার, এস এস পাবলিক টিভি চিফ এডিটর শেখ সালমান আলী, হরিপাল পুলিশ প্রশাসনের তরফ থেকে উপস্থিত ছিলেন

    মাননীয় হাসান মল্লিক সাহেব, মাওলানা হাবিবুল্লাহ মাওলানা মোঃ শফিক মুন্সি শেখ আবু জাফর শেখ ইকবাল শেখ সাইফুদ্দিন শেখ জামাল উদ্দিন শেখ মোঃ আকিব হাসিনুর খান আতিউর রহমান মল্লিক সহ বিশিষ্টজনেরা।লকডাউন চলাকালীন অন্য থানায় গিয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করেছি কয়েকদিন ধরে। আমাদের কাছে খবর ছিল ওই গ্রামে বহু দুস্থ মানুষ কষ্ট পাচ্ছেন সেই কারণে হরিপাল থানার অফিসার ইনচার্জ মাননীয় নজরুল ইসলাম সাহেবের পূর্ণ সহযোগিতায় আমরা ওই গ্রামে পৌঁছাতে পেরেছি।

    আমরা খানাকুল থানার মধ্যে ৮০০০ ত্রাণ সামগ্রী দেওয়ার মধ্যে ২০০০ ইফতার সামগ্রীক বিতরণ করেছি। কয়েকদিন ধরে বহু ব্যক্তি আমাদের এই কাজের প্রশংসা করে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। সর্বোপরি মোস্তাক হোসেন সাহেবের সহযোগিতা না থাকলে এত সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারতাম না। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন সরকারি নিয়ম মেনে চলুন পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন আমাদের রাজ্যের অভিভাবক মাননীয় মমতা ব্যানার্জি মহাশয় আমাদের ভালো থাকার জন্য যে নির্দেশ দিচ্ছেন মেনে চলুন।