|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : শনিবার সাগরদিঘী থানা প্রাঙ্গণে আয়োজিত রক্তদান শিবির অনুষ্ঠানে, হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দিল সাগরদিঘী থানার পুলিশ, পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ‘‘উৎসর্গ’’স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করে সাগরদিঘী থানা এবং জঙ্গিপুর পুলিশ জেলার বিশেষ উদ্যোগে, এদিনের শিবিরে সাগরদিঘী থানার সমস্ত পুলিশ সহ সিভিক ভলেন্টিয়াররা স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের এসডিপিও বিদ্যুৎ তরফদার, ডিএসপি ট্রাফিক বিভাগ আব্দুল কাইয়ুম, বেরাজুল ইসলাম, দেবজ্যোতি রয়, তামিজুদ্দিন মল্লিক, কিসমত আলি, অরূপ মন্ডল, প্রমুখ।এদিনে শিবিরে প্রায় ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন তুলে দিলো সাগরদঘী থানার পুলিশ সেই যুবকদের হাতে।এদিন সাগরদিঘী থানার ভারপ্রাপ্ত আধিকারিক শ্রী সুমিত বিশ্বাস এর সহযোগিতায় যে সমস্ত সংগঠন গুলো দিবারাত্রি রক্তের যোগান দেয় তাঁদের সংবর্ধিত করা হয়। এদিনের শিবিরে মোট ৪৫ জোন রক্ত দান করেন।