মাণিকলাল ফাউন্ডেশনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

মাণিকলাল ফাউন্ডেশনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ

    নতুন গতি ওয়েব ডেস্ক:মাণিকলাল ফাউন্ডেশনের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ …….. সংকটময় করোনা পরিস্থিতিতে লকডাউনের সময় আবারও ত্রাণকার্য্যে এগিয়ে এলো মেদিনীপুর শহরের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন মানিকলাল দাস মেমোরিয়াল ফাউন্ডেশন। বুধবার দুপুরে সংগঠনের সংগঠনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বন্টনের অষ্টম পর্যায়ে মেদিনীপুর শ্যামসংঘের পূর্ণাঙ্গ সহযোগিতা এবং মাণিকলাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় মেদিনীপুর শহরের উদয় পল্লী, ভূঁইয়া পাড়া এলাকার ২০০ জনেরও বেশি দুঃস্থ মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়। সংস্থার পক্ষে সম্পাদক ডঃ নকুল মন্ডল,অর্ণিবান ভুঁঞ্যা, রমেশ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।উল্লেখ্য এর আগে রবিবার দিন শহর সংলগ্ন ভালুকখুনিয়া, খাসজঙ্গল, গোটগড়া এলাকার ৬০০’র বেশি দুঃস্থ মানুষের হাতে রান্নাকরা খাবার তুলে দেওয়া হয়। এর বাইরে সংগঠনের উদ্যোগে শহর ও শহর সংলগ্ন বিভিন্ন এলাকায় নিয়মিত ভাবে শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণের কাজ
    চলছে।