ডোমকলে সাহিত্যিক আজিজুল ইসলামের স্মরণসভা

 

    নিজস্ব প্রতিনিধি, নতুন গতি :: ডোমকল স্পোটিং ক্লাবে অন্যমুখ পত্রিকার উদ্যোগে শোকের মধ্য দিয়ে পালন করা হলো শিক্ষক, ‘বৈশাখী’ এবং ‘ডোমকল মহকুমার কথা’ পত্রিকার সম্পাদক তথা সাহিত্যিক আজিজুল ইসলাম-এর স্মরণসভা। সভায় সভাপতিত্ব করেন সাহিত্যিক শামসুল আলম। অতিথি হিসাবে ছিলেন সাহিত্যিক বাইজিদ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন রেজাউল করিম,এম নাজিম,বদুরুদ্দোজা,এস হজরত আলি, জাহিদ ইকবাল,সুব্রত দাস,শুদ্রক পান্ডে,খোদাবক্স মন্ডল,স্বজন কুন্ডু,রীতম বিশ্বাস,কালাম শেখ,হেমকান্ত মন্ডল প্রমুখ।


    উপস্থিত কবি-সাহিত্যিক থেকে শুরু করে ছাত্রছাত্রী শিক্ষক আজিজুল ইসলাম এবং তাঁর সাহিত্যচর্চা নিয়ে বক্তব্য রাখেন। স্মৃতির গভীরে গিয়ে কবিতা পাঠ করেন খোদাবক্স মন্ডল। অন্যমুখ পত্রিকার সম্পাদক বলেন, “২২/০৮/১৯৬১ থেকে ০৪/০৪/২০১৯ পর্যন্ত প্রায় ৫৮ বছর বয়সে আজিজুল ইসলাম সম্পাদক হিসাবে ডোমকলে যা করে গেছেন তা এখনো কোনো সম্পাদক করতে পারেনি। মাসিক পত্রিকা ‘ডোমকল মহকুমার কথা’ একভাবে ৫৬ টা সংখ্যা প্রকাশ করা ডোমকলের ইতিহাসে প্রথম যা অস্বীকার করা যাবে না।” অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এম এ ওহাব।