দক্ষিন মালদার সাংসদ আবু হাসেম খান চৌধুরি সম্মন্ধ্যে একি বললেন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী

 

    নতুন গতি প্রতিবেদক, মোথাবাড়ী : মোথাবাড়িতে প্রচারে এসে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরিকে তীব্র আক্রণন করলেন মালদার পর্রবেক্ষক তথা নপরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এদিন সভামঞ্চ থেকে বলেন,‘‌১৪ বছর ধরে এখানে সাংসদ রয়েছেন ডালুবালু। কী কাজটা তিনি করেছেন, কী উন্নয়নটাই তিনি করেছেন?‌ এলাকার মানুষের সঙ্গে কোনও সম্পর্ক রাখেন না তিনি। আর ভোটের সময় চলে আসেন ভোট চাইতে। এরকম মানুষকে আর ভোট নয়।’‌ এদিন কালিয়াচকের মোথাবাড়ি থানার বাঙ্গিটোলা হাই স্কুলের মাঠে জনসভায় যোগ দেন শুভেন্দু। দক্ষিণ মালদার তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে ছিল সভা। শুভেন্দু ছাড়াও হাজির ছিলেন বলিউড অভিনেতা অফতাব শিবদাসানি। ছিলেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি, বিধায়ক সাবিনা ইয়াসমিন, সভাধিপতি গৌর মন্ডল-‌সহ অন্যারা। কালিয়াচকের আফরাজুল নৃশংসভাবে খুন হন রাজস্থানে। ওই পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। কিন্তু একবারের জন্য দেখা যায় নি সাংসদ ডালুবাবুকে। এ ব্যাপারে ডালুবাবুকে তীব্র আক্রমন করে শুভেন্দু বলেন,‘‌কালিয়াচকের আফরাজুলকে জয়পুরে নৃশংসভাবে খুন করে আরএসএস-‌র গুন্ডাবাহিনী। সেই ছবি ভাইরাল হয়। আমরা ওই পরিবারের পাশে দাঁড়াই। রাজ্যের মন্ত্রী, সাংসদরা সবাই মিলে সাহায্যের হাত বাড়িয়ে দিই। কিন্তু দেখা যায় নি ডালুবাবুকে।’‌ মানিকচকের ৯ শ্রমিক উত্তরপ্রদেশে কাজ করতে গিয়ে দুর্ঘনায় মৃত্যু হয়। একই রকম ভাবে ওই পরিবারের পাশে দাঁড়ায় রাজ্য সরকার। ওই ঘটনাতেও মৃতদের পরিবারের পাশে দেখা যায় নি সাংসদকে। সে ব্যাপারে আক্রমন করে শুভেন্দু বলেন,‘‌মানিকচকের এনায়েদপুরে মৃতদের পরিবারের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। এরবারের জন্যেও দেখা যায় নি সাংসদকে। এরকম ধরণের মানুষকে সাংসদ করবেন?‌ একটিও ভোট তাঁকে নয়।’‌ কংগ্রেসের পাশাপাশি বিজেপিকেও আক্রমন করে তিনি। বলেন,‘‌তৃণমূল সরকার সর্বধর্ম, সর্ব সম্প্রদায়ে বিশ্বাসী। কেন্দ্রের বিজেপি সরকারের মতো নয়। এই জুমলা সরকার কোনও কাজই করে নি। আগামী দিনে বাংলা দিল্লিকে নিয়ন্ত্রণ করবে, তা আমি বলতে পারি।’‌

    এদিন কালিয়াচক দুই নম্বর ব্লকে গঙ্গা পাড়ের সীমান্তে বাঙ্গীটোলা হাই স্কুলের মাঠে হাই প্রফাইল ভোট প্রচার হয়ে গেল। রাজনৈতিক ও সিনেমা জগতে জগতে দুই হাই প্রফাইল ব্যক্তিত্ব মালদার দক্ষিণ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সমর্থনে জনসভা করে ভোট চাইলেন। দুই হাই প্রোফাইল ব্যক্তিত্বকে দেখতে স্থানীয় মানুষের উত্তেজনা উৎসাহ ছিল চরমে।

    এদিন বেলা চারটার সময় হেলিকপ্টার বাঙ্গীটোলা হাইস্কুলের মাঠে আসে। সাধারণ সাধারণ মানুষের উৎসাহ উপস্থিতি চোখে পড়ার মতো। হেলিকপ্টার থেকে নেমে মঞ্চে ভাষণ দেন তৃণমূলের মালদা জেলা অবজারভার শুভেন্দু চৌধুরী ।এছাড়া প্রথম থেকে দর্শকদের মূল আকর্ষণ ছিল বোম্বে থেকে আগত নায়ক এর দিকে। বক্তব্য দিতে গিয়ে শুভেন্দু চৌধুরী প্রতিটি ভোটারকে বিজেপি ও নরেন্দ্র মোদী সরকার কে হটানোর জন্য আহ্বান জানান ।
    শনিবার বাঙ্গিটোলা হাই স্কুলের মাঠে তৃণমূলের হয়ে সুভেন্দু অধিকারী সঙ্গে প্রচারে আসছে বোম্বের সিনামার নায়ক আফতাব সিদ্দেসানি । আবতাব সিদ্দেসানি মুলত
    কাসুর , ম্যস্তি ,হাঙ্গামা, আওয়ারা পাগল দিওয়ানা সহ বিভিন্ন ধরনের বই করেছেন । ফলে নায়কের আগমনের খবরে উত্তেজনা আগে থেকেই ছড়িয়েছিলো বাঙ্গীটোলা এলাকায় । দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে এই জনসভা চব্বিশ ঘণ্টা আগে উত্তেজনার পারদ চড়ছে সমগ্র মোথাবাড়ি এলাকায় । সমর্থক কর্মীদের মধ্যে উৎসাহের সৃষ্টি হয় । এর উপর বারতি পাওনা হেলিকপ্টার মন্ত্রী নায়কের আগমন । তৃনমূল নেতা সুভেন্দু ও নায়ক হেলিকপ্টারে এই মাঠে নামলেই হাজার হাজার মানুষ ছুটে আসে ।
    যদিও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধূরী রাজ্য সড়কপথেই জনসভায় যোগ দেন । ফলে স্হানীয় জনমানসে ও রাজনৈতিক মহলে এই সভা ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনা শুরু হয়।কালিয়াচক দুই নং ব্লকের তৃনমূল সভাপতি আসাদুল আহমেদ জানান ,” শনিবার দুপুর তিনটার সময় হেলিকপ্টার বাঙ্গীটোলা হাই স্কুল মাঠে নামে। সেখানেই তৃণমূলের প্রার্থী মোয়াজ্জেম হোসেনের সমর্থনে একটি সভা হয় । সেই সভা তে দলের হয়ে প্রচারে একগুচ্ছ মন্ত্রী সহ হিন্দি সিনেমার নায়ক আফতাব সিদ্দেসানি।নায়কের আগমনে এদিনের প্রচার অন্য মাত্রা পায় ।
    সেই সভায় রেকর্ড সংখ্যক মানুষের জনসমাগম দেখা যায় ।” তৃনমূল নেতা নজরুল ইসলাম টিঙ্কু র রহমান বিশ্বাস ও নজরুল ইসলাম জানান, ” আমরা সেই সভা থেকেই বার্তা দেবো আগামী তেইশে এপ্রিল লোকসভা ভোটে আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়লাভ করে সংসদে যাবে । এদিনের সভায় ব্লক তৃনমূল নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন একগুচ্ছ জেলা ও রাজ্য নেতৃত্ব।