|
---|
দেবজিৎ মুখার্জি, কলকাতা: মঙ্গলবার অল বেঙ্গল মেন্স ফোরামের পক্ষ থেকে কলকাতার সিটি সিভিল কোর্টে আয়োজন করা হয় এক আলোচনা সভার। সভায় আলোচনার বিষয় লিঙ্গ নিরপেক্ষ আইন ও পুরুষ সুরক্ষা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী দেবরাজ মল্লিক, আইনজীবী মিত্রা গুহ পাল, আইনজীবী বিশ্বজিৎ ঠাকুরতা, আইনজীবী রাজদীপ মজুমদার এবং অন্যান্য আইনজীবীরা।
অনুষ্ঠানে বক্তব্য পেশ করেন অল বেঙ্গল মেন্স ফোরামের কর্ণধার নন্দিনী ভট্টাচার্য মহাশয়া, মনোবিদ মধুরিমা সেনগুপ্ত ও আইনজীবী দেবরাজ মল্লিক। অনুষ্ঠানে নির্যাতিত পুরুষদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয় এবং সেই অনুযায়ী উপস্থিত আইনজীবীরা পরামর্শ দেন পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যেতে পারে।
মঙ্গলবার অনুষ্ঠানে আইনজীবী দেবরাজ মল্লিক আগামী দিনে এই সচেতনতা ওয়ার্ডে ওয়ার্ডে ছড়িয়ে দেওয়ার প্রস্তাব রাখেন শিবিরের মাধ্যমে।