|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে শিবতলায় ঐতিহ্যবাহী শিব ঠাকুরের গাজন উৎসব। গ্ৰামবাসীদের কাছ থেকে শোনা যায় যায় আনুমানিক প্রায় ২০০ বছরের পুরনো নন্দেশ্বর শিব ঠাকুরের গাজন উৎসব। নীলপূজা বা হলো বাংলার হিন্দুসমাজের এক লৌকিক উৎসব। গাজন উৎসব উপলক্ষে নীলপূজা হয়।
নন্দীগ্রামে শিবতলার শিব মন্দিরে নীলের পূজো দিতে বহু ভক্ত মন্ডল-এর বিভিন্ন জায়গা আসেন। তার নীলের পূজো দিচ্ছেন এবং বাতি জ্বালাচ্ছেন সন্তান এবং সংসারের মঙ্গল কামনায়।