|
---|
মহম্মদ রিপন , বীরভূম,নতুন গতি :
প্রতিদিনের মতো আজকের সকালটা আনন্দময় হয়ে উঠা হলোনা শিক্ষাকূলের। বীরভূমে জেলার মুরারই থানার মলাইপুর গ্রামের কৃতী সন্তান মহঃ হানিফের মৃত্যুটা সবকিছু এলোমেলো করে দিল। মুরারইয়ের কাবিল মন্ডলের পাঁচ সন্তানের মধ্যে বড় ছিলেন মহঃ হানিফ। ছোটবেলা থেকে তার অধ্যাবসায় তাকে দিয়েছিল শ্রেষ্ঠত্বের শিরোপা। চাটার্ড অ্যাকাউন্ট নিয়ে পড়াশুনা করে ১৯৯০ সাল থেকে সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপনার সাথে যুক্ত ছিলেন।
লিখেছেন ৭০ টির বেশী বই। তার লেখা বই পড়ে আজ দেশ বিদেশের বহু ছাত্র প্রতিষ্ঠিত। তার লেখা বিখ্যাত বই গুলির মধ্যে মর্ডান অ্যাকাউটান্ট ফিনান্সিয়াল অক্যাউটান্ট ইত্যাদি। মহঃ হানিফের একমাত্র সন্তান মহম্মদ কবির পূর্ব ভারত থেকে একমাত্র প্রতিনিধি হিসাবে নাসা থেকে ডাক পান বর্তমানে আমেরিকার বোস্টনে গবেষনার কাজে যুক্ত। বুধবার রাতে রাতে হার্ট অ্যাটাক করলে কোলকাতার ডিসান হাসপাতালে ভর্তি করা হয় ৩৬ ঘন্টা মৃত্যুর সাথে লড়াই করে পরে সেই হাসপাতালের আই সি ইউ তে জীবনযুদ্ধের খেলায় পরাজিত হন। মৃত্যুর খবর আসা মাত্রই শোকের ছায়া নেমে আসে শিক্ষামহলে। সমাজসেবী মহঃ শহীদুল্লাহ সাহেবের কথায় প্রথমে স্যারের মৃত্যুর খবর শুনে বিশ্বাসই করতে পারিনি যে তিনি আর আমাদের মধ্যে নেই। স্যারের আত্মার শান্তি কামনা করি। স্যারের খুব বড় মনের মানুষ ছিলেন ছাতছাত্রদের সাথে বন্ধুসুলভ ব্যাবহার করতেন। স্যারের চলে যাওয়াটা শিক্ষাজগতের খুব বড় একটা ক্ষতি।