|
---|
মো: নাজমুস সাহাদাত,নতুন গতি:
১৫ ই নভেম্বর হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের NSS ইউনিট একটি সাত দিনের বিশেষ শিবিরের আয়োজন করে। এই শিবির ১৪ ই নভেম্বরে শুরু হয়ে ২০ ই নভেম্বর পর্যন্ত চলবে ।
আজকের শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. সামিম ভর, অধ্যাপক কিংকর মন্ডল, অধ্যাপক সুশান্ত রায়, অধ্যাপক মুহাম্মদ ইসমাইল ও মুহাম্মদ সাবেদ আলি ( প্রধান শিক্ষক এস সি জুনিয়ার হাই স্কুল) ।
ড. সামিম ভর উদবোদিনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা শুরু করেন।
তার পরেপরেই দেওয়ান আব্দুল গণি কলেজের
প্রফেসর ড. মুহাম্মদ ইসমাইল যুব সমাজের নানা দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিশেষ আলোচনা করেন ও দুর্নীতিমুক্ত সরকার গঠনে শিক্ষিত মানুষের রাজনীতিতে অংশগ্রহণ দরকার বলে মতপ্রকাশ করেন। দেশকে সুন্দর ভাবে সাজাতে হলে ছাত্রছাত্রীদেরকে রাজনৈতিক ভাবে সচেতন হতে হবে । শেষে
দেশের নানা সমস্যার সমাধানে যুবা ছাত্র ছাত্রীদের কর্তব্য তুলে ধরেন ড. মুহাম্মদ ইসমাইল মহাশয়।
মো: আবেদ আলি তার ভাষনে বলেন, যুবসমাজ কিভাবে নেশা জাতীয় দ্রব্য সেবনের ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সমাজনীতি কিভাবে ভঙ্গ হচ্ছে তা নিয়ে দীর্ঘক্ষন আলোচনা করেন তিনি।
আজকের শিবিরে কলেজের অধ্যাপক গোলাম মোর্তজা প্রোগ্রাম অফিসার NSS Unit হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান করেন উক্ত শিবিরে অংশগ্রহণ করার জন্য।