মেমারি শংকরপুরে খাদ্য সামগ্রী বিতরণ ও রক্তদান শিবির করা হয়

১৪ আগষ্ট, সেখ সামসুদ্দিন : গন্তার ১ অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের উদ‍্যোগে মেমারির শংকরপুরে খাদ্য সামগ্রী বিতরণ ও রক্তদান শিবির করা হয়। করোনা অতিমারি পরিস্থিতিতে রক্তের যোগানের উদ্দেশ্যে এই কর্মসূচি। এছাড়াও ১৯৯৮ সাল থেকে যে সমস্ত তৃণমূল কর্মী তৃণমূলের সঙ্গে যুক্ত আছেন তাদের সম্বর্ধনার মাধ্যমে অনুষ্ঠানটি বিশেষ আকর্ষিত হয়ে ওঠে। স্থানীয় অঞ্চল সভাপতি শানের উদ্যোগে এই কর্মসূচি পালিত হবে বলে জানা যায়। ৮০ জন রক্তদাতার ব্যবস্থা থাকলেও সংবাদ প্রতিনিধি থাকাকালীন ২৫ জন পুরুষের পাশাপাশি ৩০ জন মহিলার রক্ত দেওয়া হয়ে যায়। এদিন ৮০ জনের লক্ষ্যমাত্রা পূরণ করেও অনেকেই রক্ত দিতে পারবেন না। রক্ত সংগ্রহ করে কলকাতার পিপল ব্লাড ব্যাংক। এদিন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি রাসবিহারী হালদার। তৃণমূল কংগ্রেসের মেমারি ১ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি জিতেন্দ্র সিং সহ উপস্থিত ছিলেন প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি। এদিন নেতৃত্ব সকল কর্মীদের উদ্দেশ্যে দলাদলি না করে একসঙ্গে কাজ করার বার্তা দেন।