|
---|
নিজস্ব সংবাদদাতা : গনতন্ত্র তৈরি হয়েছে রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে থাকার জন্য, আর সেই ক্ষমতা বাস্তবায়ন করার মাধ্যম হচ্ছে ভোটাধিকার ক্ষমতা, আর সেই ক্ষমতাকে জনগণের হাত থেকে কেড়ে নিয়ে জনগণের হাত দিয়েই গনতন্ত্রকে রক্তাক্ত করা, ধিক্কার জানাই এই গনতন্ত্রের উৎসব কে – হাকিকুল ইসলাম রাজ্য সাধারণ সম্পাদক সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া।
গতকাল সম্পূর্ণ হয়েছে গনতন্ত্রের উৎসব, খেলা হয়েছে রক্তের হলি, শুধু মুর্শিদাবাদের হাসপাতালে শুয়ে আছে আহত ২০০ জন ব্যক্তি, রাজ্যে নিহত হয়েছে ১৯ টা প্রাণ, পুরো নির্বাচন চলাকালীন খালি হয়েছে ৩৭ টা মায়ের কোল এই রকম বেদনাদায়ক পরিস্থিতির দিকে তাকিয়ে ব্যথিত হয়ে রাজনীতি কেনো করছি তা নিজেকেই প্রশ্ন করলেন সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সাধারণ সম্পাদক হাকিকুল ইসলাম মহাশয়।
তিনি বলেন সম্পূর্ণ পরিকল্পিত ভাবে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, রাজ্যের ৫ টা জেলাকে রেড অ্যালাট করার সত্ত্বেও কেনো পর্যাপ্ত পরিমাণ প্রশাসনিক ব্যাবস্থা গ্রহন করা হলো না? কেন্দ্র বাহিনী দ্বারা নির্বাচন হবে তার আশ্বাস দেওয়ার সত্ত্বেও কেনো শুধু একটা রাজ্য পুলিশের হাতে মানুষদের নিরাপত্তার দায়িত্ব তুলে দিলো যেখানে ভোটের পূর্ব থেকেই নানান অশান্তি সম্পর্কের অবগত, গতকাল সেই একজন রাজ্য পুলিশ দ্বারা পোলিং স্টেশন আর ভোটার দের হেফাজতের জন্য রাখা হয়নি, গতকাল একজন রাজ্য পুলিশকে হেফাজত করতে একজন জন প্রিসাইডিং ও চার জন পোলিং অফিসার রাখা হয়েছিল।
গতকালকে নির্মম ভাবে হত্যা হয়েছে গনতন্ত্রের যার মৌন সমর্থন ছিল নির্বাচন কমিশন ও প্রশাসনের, পুরো রাজ্য থেকে উঠে এসেছে প্রশাসনের অবহেলার বাস্তব চিত্র, এখন কে নেবে এতগুলো লাশের দায়?
সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়ার তরফে আমি হাকিকুল ইসলাম ধিক্কার জানাই উৎসব নামের এই রক্তের হোলি খেলাকে। ২০০৩ সালে ৭৬ টা প্রাণ, ২০০৮ সালে ৩৬ টা প্রাণ, ২০১৩ সালে ৩৯ টা প্রাণ, ২০১৮ সালে ২৯ টা প্রাণ আবার ২০২৩ সালে ৩৭ টা প্রাণ, কি দরকার এই রাজনীতি করার যেখানে প্রতিবার নিরীহ প্রাণ বলিদান হবে, মায়ের কোল খালি হবে, ইয়াতিম হবে শত শত সন্তান। কবে হবে রক্ত বিহীন গনতন্ত্রের উৎসব? কবে পারবে দিতে সুরক্ষা নির্যাতন কমিশন? যদি না পারে দিতে সুরক্ষা, যদি হয় গনতন্ত্রের লক্ষণ তাহলে বন্ধ করে দিক উৎসবের নামে এই রক্তের খেলা।