চরকতলা ডি.এড কলেজে অনুষ্ঠিত রক্তদান শিবির ও আলোচনা সভা।

মো: নাজমুস সাহাদাত,মোথাবাড়ি : সাধারণ মানুষের মধ্যে রক্তদানের প্রবণতা বাড়াতে সকলকে সামিল করে অনুষ্ঠিত হল রক্তদান শিবিরের আয়োজন চরকতলা D.Ed কলেজে। শিক্ষাবর্ষ ২০১৭-১৯ ছাত্রছাত্রীবৃন্দদের উদ্যোগে এবং সকল শিক্ষক/শিক্ষিকাদের সম্পূর্ণ সহযোগীতায় এই রক্তদান শিবির পালিত হয়।

    উক্ত রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন A.G.J.S হাই মাদ্রাসার প্রধান শিক্ষক রৌশান জামাল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন মোথাবাড়ি বাঙ্গিটোলা হাসপাতালের ড. হাজিকুল আলম, ড. নেহা ও চরকতলা D.Ed কলেজের সম্পাদক সেনাউল হক প্রমুখ। রক্তদান শিবিরে মহিলা ও পুরুষসহ মোট পঞ্চাশ(৫০)জন রক্তদাতা স্ব-ইচ্ছায় রক্তদান করেন।

    এছাড়াও কলেজের ছাত্রছাত্রীসহ শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকেও অভূতপূর্ব সাড়া মিলল। অবশেষে কলেজের সম্পাদক সেনাউল হক বলেন, এইরকম মহৎ কাজ প্রতিবছর একটি করে অনুষ্ঠান করার সিদ্ধান্ত হয়েছে আমাদের আলোচনা সভায়। রক্তদান শিবির অনুষ্ঠানে এলাকাজুড়ে মানুষের সমাগম ছিল চোঁখে পড়ার মতো।