অনাথ ছাত্র-ছাত্রীদের পাশে দাঁড়ালো মসিমপুর স্কুলপাড়া রেনেসাঁস এডুকেশন সোসাইটি।

নাওয়াজ শরিফ,কালিয়াচক,নতুন গতি  : সম্প্রতি প্রতি বছরের ন্যায় এই বছরেও মসিমপুর গ্রামের অনাথত ছাত্র-ছাত্রী দের নিয়ে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আর্থিক সহযোগিতার হাত বাড়ালো মসিমপুর স্কুলপাড়া রেনেসাঁস এডুকেশন সোসাইটি। গ্রামের একজন ছেলে (নিশাদ আহম্মেদ) WBCS এ জয়েন্ট বি.ডি.ও পদে নিযুক্ত হন, উনাকে ও বাবাকে সংবর্ধনা দেয়া হয় সংগঠনের পক্ষথেকে। এই অনুষ্ঠানে ছোট থেকে বড় সবাই অংশগ্রহণ করে। ছোটদের জন্য কবিতা আবৃতি,কুরআন তেলাওয়াৎ, গজল, হাতেলেখা ও কুইজ আর বড়দের জন্যও কবিতা আবৃতি, কুরআন তেলাওয়াৎ, গজল,কুইজ ও তাৎক্ষণিক বক্তব্য আর সর্বসাধারণের জন্য ছিল সওয়াল ও জবাব।

    অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. নুরুল আলম সাহেব, গবেষক-যাদবপুর বিশ্ববিদ্যালয়, জৈবিক পদার্থবিদ্যা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোহাম্মদ ইসমাইল, অ‌্য‌‌াসিস্টান্ট প্রফেসর, দেওয়ান আব্দুল গনি কলেজ ও মতিউর রহমান, অ‌্য‌‌াসিস্টান্ট প্রফেসর, দেওয়ান আব্দুল গনি কলেজ। বাংলা সংস্কৃত মঞ্চ এর মালদা জেলা সম্পাদক মোঃ নাজিবুর রহমান (নাজিম) মহাশয় ও উপস্থিত ছিলেন এবং তাদের পক্ষ থেকে ও নিশাদ আহম্মেদ ও উনার বাবা রুহুল আমিন মহাশয়কে সংবর্ধনা দেওয়া হয়।

    ড. নুরুল আলম মহাশয় উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদবুদ্দ করার জন্য এক কবির উক্তি দেন ‘রাতের কুঁড়ি রাত পেরিয়ে গোলাপ হয়ে ফোঁটে, শিশু মায়ের কোল ছাড়িয়ে মানুষ হয়ে ওঠে। বাংলা সংস্কৃত মঞ্চ এর জেলা সম্পাদক মহাশয় বলেন, তাদের পক্ষ থেকে প্রতি সপ্তাহে অঞ্চলে অঞ্চলে ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ও সাংস্কৃতিক (স্টুডেন্ট ক্যারিয়ার কাউন্সিলিং) অনুষ্ঠান করবেন।  মসিমপুর স্কুলপাড়া রেনেসাঁস এডুকেশন সোসাইটির সম্পাদক মোজাফফর হোসাইন মহাশয় বলেন বিগত ৯ বছর থেকে যে ভাবে গ্রামের ছাত্র-ছাত্রীদের পশে আমরা আছি, আগামীতে আমরা চেষ্টা করবো আমাদের পুরো অঞ্চলের ছাত্র-ছাত্রীদের পশে থাকার। ৮৫ জনকে সাহায্য করা হয়।..