জাতীয় ক্যারাটে প্রতিযোগিতা হাওড়াতে

আর এ মন্ডল : সম্প্রতি হাওড়া জেলার দাসনগরে “দাসনগর আলামোহন দাস ইন্ডোর স্টেডিয়াম” এ ১৭ ও ১৮ ডিসেম্বর ২০২১ তারিখে ওয়ার্ল্ড ক্যারাটে ফেডারেশনের রেফারি হানসি প্রেমজিৎ সেনের উদ্যোগে এবং অল ইন্ডিয়া সেইশিঙ্কাই সিতো-রিউ ক্যারাটে ফেডারেশনের পরিচালনায়  “১৯তম অল ইন্ডিয়া ইন্টার স্কুল ও সিনিয়র ক্যারাটে চ্যাম্পিয়নশিপ  – ফেডারেশন কাপ ২০২১” অন্তর্দেশীয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । দেশের ১৬টি রাজ্য থেকে প্রায় ১৮০০ প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমস্ত কোভিড-বিধি পালন করে এই প্রতিযোগিতা সুষ্ঠভাবে সম্পন্ন হয়।  পূর্ব বর্ধমান সেইসিনকেই সিতো-রিউ ক্যারাটে এসোসিয়েশনের সভাপতি শিহান দেবাশিস কুমার মন্ডল জানান যে,  এই প্রতিযোগিতায় পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ৮ জন ক্যারাটেকা অংশগ্রহণ করে এবং মোট ১৩ টি পদক (২ টি সোনা, ৬ টি রুপো এবং ৫ টি ব্রোন্জ) জয়লাভ করে । পদক বিজয়ীরা হল শ্রেয়সী ঘোষ    ( সোনা –  কাতা   ও   রুপো –  কুমিতে ) , ঈশানী গুপ্তা  ( ব্রোঞ্জ –  কাতা ও সোনা –  কুমিতে ), শেখ  ইশতেখার   আলী  ( রুপো –  কাতা  ও রুপো –  কুমিতে ), রানা বাগ  ( রুপো –  কাতা ও ব্রোঞ্জ   কুমিতে  ), চৈতালি গুইন ( রুপো –  কাতা ), সোহান মুখার্জী  ( রুপো –  কাতা ), অঞ্জনাভ সাধু  ( ব্রোঞ্জ –  কাতা ও ব্রোঞ্জ –  কুমিতে  ) এবং ধ্রুবজিৎ দত্ত  ( ব্রোঞ্জ – কাতা )। উদ্যোক্তারা জানান যে, দীর্ঘ  সময় পর অফলাইন প্রতিযোগিতায় আবার অংশগ্রহন করতে পেরে সকলে খুব খুশি। কোভিড বিধিকে মান্যতা দিয়ে স্থানীয় ও দূর দূরান্ত থাকা মানুষের উপস্থিতি,উৎসাহ উদ্দীপনারই বহিঃপ্রকাশ।