|
---|
খান আরশাদ, বীরভূম: বীরভূমের ময়ূরেশ্বরে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষে তীর বিদ্ধ হলো এক বিজেপি সমর্থক। সংঘর্ষের সূত্রপাত শুক্রবার। এদিন সেখানে একটি হরিনাম সংকীর্তনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান চলাকালীন কিছু বিজেপি সমর্থক সেখানে জয় শ্রীরাম ধ্বনি দেয়। এরপরই উত্তেজনার সৃষ্টি হয়। সেখানে থাকা কিছু তৃণমূল সমর্থক এই জয় শ্রী রাম ধ্বনির বিরোধিতা করলে সেখানে থাকা বিজেপি সমর্থকরা তাদের তীব্র প্রতিবাদ করে। এই নিয়ে দুই গোষ্ঠীর সমর্থকদের মধ্যে চলে ঝামেলার সৃষ্টি হয়। উত্তেজনা বেড়ে সংঘর্ষের রূপ নেয়। উভয় পক্ষের লোকজনই লাঠিসোটা নিয়ে একে অপরকে আক্রমণ করতে থাকে। চলে তীর ধনুক নিয়ে লড়াই। ঘটনার সময় একজন তীর বিদ্ধ হন। সন্তোষ সেন নামে ওই ব্যক্তি বিজেপির সমর্থক বলে জানা গেছে। তাকে চিকিৎসার জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানেই ওই বিজেপি সমর্থক কে ভর্তি করা হয়। পাল্টা আক্রমণ হিসেবে স্থানীয় এক তৃণমূল কর্মীর পান বুরুজে আগুন ধরিয়ে দেয় বিজেপি সমর্থকরা। ময়ূরেশ্বর থানার পুলিশ ঘটনার জেরে তিন জনকে আটক করেছে।