|
---|
মার্টিন রাজি : আজ মালদা জেলার চাঁচোলের পার্শ্ববর্তী কলিগ্ৰাম এলাকায় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার একটি নবনির্মিত বাস ডিপোর উদ্বোধন করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এই বাস ডিপোটি প্রায় সাড়ে পাঁচ একর জমির উপর গড়ে তোলা হয়েছে। এই কাজে খরচ হয়েছে প্রায় ২কোটি টাকা। সেইসাথে ডিপো চত্বরে ইন্ডিয়ান অয়েল এর একটি পেট্রোল পাম্পের উদ্বোধন করেন। পাশাপাশি তিনি চাঁচোল বিধানসভার বিহার সীমান্ত লাগোয়া গ্ৰাম কুশিদা থেকে শিলিগুড়ি এবং কুশিদা থেকে কোলকাতা দুটি নতুন বাস রুটের শুভ সূচনা করেন। দুটি অত্যাধুনিক প্রযুক্তির নতুন বাসের সূচনা হয়। বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন চাঁচোলের মানুষের দীর্ঘদিনের দাবি চাঁচোল পুরসভা খুব শীঘ্রই গড়ে তোলা হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষ, তৃনমূলের মালদা জেলার সভাপতি আবদুর রহিম বক্সি, রাজ্যসভার সাংসদ মৌসম নুর , মন্ত্রী সাবিনা ইয়াসমিন, জেলা শাসক রাজর্ষি মিত্র সহ অন্যান্য স্থানীয় বিধায়ক ও আধিকারিকগন। স্থানীয় বিধায়ক নিহার রঞ্জন ঘোষের অনুরোধে তিনি পরীক্ষামূলকভাবে একটি নতুন বাস চালান। এর আগেও উদ্বোধনের দিন বাতিল হওয়ায় বেশ হতাশ ছিলেন চাঁচোলের মানুষ। এবারে বাস ডিপোর উদ্বোধন হওয়ায় খুশি চাঁচোলের বাসিন্দারা। তাদের আশা এতে যাতায়াতের অনেক সুবিধা হবে।