|
---|
আজিম সেখ, নতুন গতি, মেদিনীপুর :
পশ্চিমবঙ্গের সরকারী নির্দেশ অনুযায়ী সমস্ত বিদ্যালয়ে ২০২০ শিক্ষাবর্ষের ২রা জানুয়ারী পুস্তক দিবস উদযাপিত হল। তার ব্যতিক্রম হল না আনন্দপুর চক্রের আমড়াকুচি উত্তরপাড়া প্রাথমিক বিদ্যালয়। এদিন আমড়াকুচি অঞ্চলের শিক্ষাবন্ধু ইউসুফ খান তৃতীয় শ্রেণীর এক পড়ুয়ার হাতে পুস্তক তুলে দিয়ে ‘পুস্তক দিবসে’র সূচনা করেন।
এরপর বাকি পড়ুয়াদের হাতে শিক্ষক-শিক্ষিকাগণ পুস্তক তুলে দেন। নতুন বই পেয়ে পড়ুয়াদের মধ্যে উল্লাস দেখা যায়। এছাড়াও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন বছরের “শুভেচ্ছা বার্তা”(Greetings Card) প্রত্যেক পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয়। এই দিন উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেখ মহম্মদ ইমরান, সহ শিক্ষক তরুণ করন, সহ শিক্ষিকা নাজমিন আরা বেগম , বিদ্যালয় ভি ই সি কমিটির সভাপতি চাইনা দণ্ডপাট সহ বিশিষ্টরা।