|
---|
আজিজুর রহমান, গলসি : মমতা বন্দ্যোপাধ্যায় ৬৭ তম জন্মদিন পালন করা হলো গলসি ১ নং ব্লকের পারাজ অঞ্চলের খোলসেগড়ে। সেখানকার দলীয় কার্যালয়ে কোবিড বিধি মেনে জন্মদিন পালন করা হয়। কেক কটে জন্মদিনের গান বাজিয়ে দিনটি পালন করেন তারা। ফুল বেলুন ও ব্যানার দিয়ে সাজানো হয় মঞ্চ। এদিন দলীয় নেতা কর্মীরা একত্রে মিলিত হয়ে কেক কাটেন ও একে অপরের মুখে তুলে দেন। উপস্থিত ছিলেন সমাজসেবী ও পূর্ব বর্ধমান জেলার তৃনমুল কংগ্রেস সহ সভাপতি মোঃ জাকির হোসেন,গলসি ১নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ রোকেয়া, রাজ্য তৃণমুল এসসি ও ওবিসি সেলের সদস্য সুন্দর পাসয়ান, পূর্ব বর্ধমান জেলার তৃনমুল সংখ্যালঘু সেলের সহ সভাপতি মোহম্মদ মোল্লা, গলসি ১ নং ব্লক ছাত্র পরিষদের সভাপতি তাপস সোম, সহ অঞ্চলের নেতা ও কর্মীরা।