লক্ষীকান্তপুর রেলএর ডোবায় জল জমে বিপত্তি সাধারণ মানুষের

নিজস্ব সংবাদদাতা, নতুন গতি: দক্ষিন ২৪ পরগানা মন্দির বাজার থানার লক্ষীকান্তপুর রেল স্টেশনের নাকের ডগায় জল জমে বিপত্তি সাধারণ মানুষ থেকে সকলের। জলপথ না থাকায় বছরের অর্ধেক সময় জল জমে থাকে রেলের বৃহৎ ডোবায ।় সেই ডোবায় বিভিন্ন জায়গার ময়লা আবর্জনা ফেলা হয়। এবং স্থানীয় প্লাস্টিক কারখানার যাবতীয় প্লাস্টিক নোংরা প্লাস্টিক এখানে ধোয়া হয়। ফলে নোংরা আবর্জনা জলে মশা মাছি থেকে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ জন্মাচ্ছে। সমস্যা হচ্ছে স্থানীয় মানুষের। বিভিন্ন ধরনের ম্যালেরিয়া ডায়রিয়া থেকে বিভিন্ন প্রকারের রোগে আক্রান্ত হচ্ছে। জল জমে রয়েছে রাস্তার উপরে। এ রাস্তা দিয়ে যাতায়াত করে ছাত্র ছাত্রী শিক্ষক হকার আবাল বৃদ্ধ বনিতাথেকে সকল শ্রেণীর মানুষ। এই সমস্যা সমাধানের জন্য কোন হেলদোল নেই প্রশাসন থেকে রেল কর্তৃপক্ষর। স্থানীয় মানুষের অভিযোগ এখানে সারা বছর এই ভাবে নোংরা জলে ভরে থাকে ডোবা। এই জল বিভিন্ন পুকুর খাল বিলে চলে যাচ্ছে। ় ফলে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হচ্ছে আমাদের।