রক্তদান শিবিরে উৎসাহের সাথে এগিয়ে এলেন মহিলারা

শুভদীপ পতি; তমলুক: রক্তের ঘাটতি পূরণের লক্ষ্যে পূর্ব মেদিনীপুর জেলার শ্রীরামপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের NSS ইউনিটে পালিত হল রক্তদান শিবির। আজ তাদের এই রক্তদান শিবিরের সহযোগিতায় ছিল পূর্ব মেদিনীপুর (তমলুক) জেলা সদর হাসপাতাল।

    আজ প্রায় তিরিশ জন রক্তদাতা রক্তদান করেন। যার মধ্যে এলাকার নারী এবং পুরুষ উভয় শ্রেণীকেই রক্তদান করতে দেখা গিয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য ভাবে এই রক্তদানে এগিয়ে এসেছেন এলাকার মহিলারাই।

    এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুর কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নব কুমার দাস, শিক্ষক অনির্বাণ মাইতি, শিক্ষক সুদীপ প্রধান। স্কুলের বর্তমান ছাত্র-ছাত্রী ও প্রক্তন ছাত্ররা আজ এই অনুষ্ঠানের আয়োজন করে।

    উল্লেখ্য, এই রক্তদান শিবিরে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করতে দেখা গেল শ্রীরামপুর এলাকার এক যুবককে। পরে স্থানীয় সূত্রে জানা যায়, ছন্দক দাস নামে এই যুবক এক বিশিষ্ট সমাজসেবী। সমাজের কল্যাণে অবদানও রয়েছে যথেষ্ট। শুধু তাই নয়, ফটোগ্রাফার এবং কবিতা লেখাতেও তিনি বেশ দক্ষ। ছন্দক দাস বলেন, তিনি সমাজের নানান কল্যাণ মূলক কাজের সাথে যুক্ত। শুধুমাত্র আজকের এই রক্তদান শিবির নয়, অসাধু রক্ত কারবারকারীদের হাত থেকে সমাজকে রক্ষা করতে রক্তদাতাকে সরাসরি রক্ত গৃহীতার কাছে পৌঁছাতেও সাহায্য করেন তিনি।

    স্কুলের তরফে আজ এই রক্তদান শিবিরে আসা সমস্ত রক্তদাতার জলযোগ এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করতেও দেখা যায়। অনুষ্ঠানের মধ্য দিয়ে সামাজিক মেলবন্ধনের বার্তা দিতে প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় গোলাপ এবং শংসাপত্র।