দু’দিন ধরে অনুষ্ঠিত দশম রাজ্য কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সেখ সামসুদ্দিন, ১৪ নভেম্বর : পারস্পারিক সহযোগিতা ও ভাব বিনিময় ইসলামী ভ্রাতৃত্বের উজ্জ্বল নিদর্শন সন্দেহ নাই। সেটা রাজ্যস্তরেই হোক কিংবা জাতীয় স্তরে। এরকম একটি মিলন মেলা দেখা গেল পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারিতে। ১২ ও ১৩ নভেম্বর দু’দিনব্যাপী চলে দশম সারা বাংলা কুরআন প্রতিযোগিতা। মহারাষ্ট্রের বিখ্যাত বহুমুখী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইশাআতুল উলুম আক্কালকুয়ার পরিচালনায় প্রতিযোগিতাটি সম্পন্ন হয়। আকর্ষণীয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি ও প্রধান বক্তার আসন অলংকৃত করেন যথাক্রমে বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ জনাব মাওলানা হুযাইফা ওস্তানভী ও খ্যাতনামা মোটিভেশনাল স্পিকার জনাব মনোয়ার জামান। সর্বভারতীয় স্তরে এই প্রতিযোগিতা সাধারণত তিন বছর অন্তর অনুষ্ঠিত হয়। মোট তিনটি বিষয়ের উপর এবারের প্রতিযোগিতা হয়েছে। পশ্চিমবাংলার উল্লেখযোগ্য ৬৮টি মাদ্রাসা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগী সংখ্যা ছিল ১০২ জন। প্রথম বিভাগ অর্থাৎ ত্রিশ পারা হিফযে কুরআনে প্রথম স্থান অধিকার করে হুগলী জেলার বেলপাড়া মুনিরিয়া দারুল উলূম মাদ্রাসার মুন্সী মুহাম্মাদ জালালুদ্দীন। ঐ বিভাগে দ্বিতীয় হয় দঃ ২৪ পরগনার চিনিপুকুরের জামিয়া ফাইযুল উলূমের ছাত্র হাবিবুর রহমান। দঃ ২৪ পরগনার উত্তর পাড়ার মাদ্রাসা দারুল ফালাহের ছাত্র হাবিবুর রহমান তৃতীয় স্থান অধিকার করে। এই বিভাগে চতুর্থ ও পঞ্চম হয় যথাক্রমে উত্তর ২৪ পরগনার শায়েস্তা নগর দারুস সালাম মাদ্রাসার ছাত্র শেখ মুহাম্মাদ সাদিক ও উত্তর দিনাজপুরের ফাইজুল কুরআন ঠিকরেবাড়ির ছাত্র সফিউজ্জামান। দ্বিতীয় বিভাগ তাফসিরুল কুরআনে পূর্ব বর্ধমান জেলার জামিয়া ইসলামিয়া মদীনাতুল উলূম মেমারির ছাত্র আব্দুল হাকীম প্রথম এবং উত্তর ২৪ পরগনার জামিয়া ইসলামিয়া দারুল উলূম কালিকাপুরের নাফিস মোল্লা দ্বিতীয় স্থান অধিকার করে । তৃতীয় বিভাগ হাদীসে বীরভূম জেলার ইলাম বাজারের মাদ্রাসা দারুল উলূম নোমানিয়ার ছাত্র জুলফিকার মন্ডল প্রথম এবং উত্তর দিনাজপুরের জামিয়া উবাই ইবনে কাব বানিয়াটোলার আহমাদ আব্দুল্লাহ দ্বিতীয় স্থান দখল করে। বিজয়ী ছাত্রদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া হয় নগদ আর্থিক পুরস্কারসহ বিভিন্ন উপহার সামগ্রী ও মানপত্র। উল্লেখ্য, এই প্রতিযোগিতার হিফয বিভাগে প্রথম থেকে পঞ্চম স্থানাধিকারী ছাত্ররা এবং তাফসীর ও হাদীস বিভাগের কেবল প্রথম স্থানাধিকারী ছাত্ররা আগামী ২২, ২৩ ও ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের আক্কালকুয়ায় অনুষ্ঠিতব্য সর্বভারতীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ লাভ করলো। অনুষ্ঠানে মেমারি জামিয়ার অধ্যক্ষ কারী শামসুদ্দীন আহমাদ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র ও মাদ্রাসা প্রতিনিধিদের প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। জামিয়ার সম্পাদক কাজী মুহাম্মাদ ইয়াসীন শ্রোতাদের সামনে জামিয়ার প্রতিষ্ঠাতা ইতিহাসবিদ মরহুম জনাব গোলাম আহমাদ মোর্তজা রহ. এর ত্যাগ তিতিক্ষার কথা উল্লেখ করে তাঁর ভাবনাকে বাস্তবায়নের লক্ষ্যে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান বক্তা খ্যতনামা স্কলার জনাব মনোয়ার জামান তাঁর বক্তব্যে উপস্থিত দর্শকদের সামনে হীনমন্যতাকে দূরে সরিয়ে রেখে জীবনের মূল লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখে হার না মানা মানসিকতার বিভিন্ন দিক ও কৌশল তুলে ধরেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনীষী জনাব গোলাম মুহাম্মাদ ওস্তানভীর সুযোগ্য পুত্র জনাব হুযাইফা ওস্তানভীর দুয়ার মাধ্যমে দশম রাজ্য মুসাবাকাতুল কুরআন অনুষ্ঠানের সমাপ্তি ঘটে ।