|
---|
জাকির হোসেন সেখ,২৪ জুলাই, নতুন গতি: উগ্র হিন্দুপন্থী সংগঠন আরএসএস পরিচালিত স্কুলেও মুসলিম ছাত্র ছাত্রীরা নিজেদের ক্লাসে শীর্ষ স্থান দখল করেছে বলে খবরে প্রকাশ। রাজস্থানের এমন বহু স্কুল উগ্র হিন্দুপন্থী সংগঠন আরএসএসের দ্বারা পরিচালিত, তেমন স্কুলেও পড়ছে একাধিক মুসলিম ছাত্রছাত্রী,– এমনই তথ্য উঠে এসেছে খবরে। আর তারা সবাই নিজেদের ক্লাসে শীর্ষ স্থানও পেয়েছে। আশ্চর্য হলেও এবার এটাই ঘটেছে রাজস্থানের বহু আরএসএস পরিচালিত স্কুলগুলোতে। সে রাজ্যে যে কটা এই ধরনের স্কুল আছে, সেই সব স্কুলে পড়াশোনা করে মোট ৪৫১৩ জন মুসলিম ছাত্রছাত্রী। আর তাদের মধ্যে বেশিরভাগই দশম এবং দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় এবার ৯০ শতাংশ নম্বর পেয়েছে।
রাজস্থানের জোনাল সহকারী সচিব সুরেশ ওয়াধওয়া জানিয়েছেন, বিদ্যা ভারতী নামের একটি স্কুল থেকে দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষায় ৯৪.২০ শতাংশ নম্বর পেয়ে সারা অঞ্চলে এবার প্রথম হয়েছে মুসলিম ছাত্রী সিমরন বানু। এবার সে নিটের প্রস্তুতি নিচ্ছে। আবার এভিএম সিনিয়র সেকেন্ডারি স্কুলে দশম শ্রেণির পরীক্ষায় ৮৮.৩ শতাংশ নম্বর পেয়েছে সিমরানের বোন সীমা বানু। নিজের দুই মেয়ের সাফল্যের জন্য দুটো স্কুলেরই শিক্ষক শিক্ষিকা সহ সমস্ত কর্মীদেরই কৃতিত্ব দিয়ে সিমরনদের মা রাজ বানু বলেছেন, নার্সারি থেকেই তাঁরা মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করেননি।
সিমরনের স্কুলের প্রধানশিক্ষিকা জানিয়েছেন, তাঁদের স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে কোনও ধর্মীয় ভেদাভেদ নেই।
ওয়াধওয়া আরও জানালেন দৌসাতেই আরএসএস পরিচালিত স্কুলে মুসলিম ছাত্রছাত্রীদের সংখ্যা সব থেকে বেশি, মোট ৫৮১ জন। তারপর চুরুতে ৫৪০, আলওয়ারে ২৬৯ ঝুনঝুনুতে ২৬৭, শিকরে ১৫৪, সোয়াই মাধোপুরে ১০৬ এবং ভরতপুরে ১৮৫ জন মুসলিম ছাত্রছাত্রী আছে। জয়পুরে এবছর ১২১৮ জন ছাত্রী সহ মোট ৩১৫৩ জন মুসলিম ছাত্রছাত্রীর নাম নথিভুক্ত হয়েছে। এছাড়া দু’জন খ্রিস্টান পড়ুয়াও আছে বলে জানা গেছে।