|
---|
সেখ সামসুদ্দিন : ৫ জানুয়ারি মেমারি শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ হতে যখন মাস্ক বিতরণ চলছে ঠিক তখনই মেমারি পুরসভার পক্ষ থেকে কোভিড সতর্কতায় একটি মিছিল করা হয়। মেমারি পুর প্রশাসক স্বপন বিষয়ী, সহ প্রশাসক ডঃ কৃষ্ণপদ বিশ্বাস, বোর্ডের সদস্য পল্লব চ্যাটার্জী, মানসুরা বেগম সহ পৌরকর্মীদের নিয়ে এই মিছিলটি পুরসভার সামনে থেকে শুরু করে সমগ্র শহর পরিক্রমা করে দক্ষিণ মেমারিতে শেষ হয়। অপরদিকে শহর তৃণমূল কংগ্রেস সভাপতি স্বপন ঘোষালের নেতৃত্বে পথচারী থেকে গাড়ি চালক সকলকে মাস্ক দেওয়া হয় ও কোভিড বিধি মানতে সতর্ক করা হয়। এই কর্মসূচি আগামীকালও চলবে মেমারি চকদিঘি মোড়ে বলে জানান স্বপন ঘোষাল।