ধুপগুড়িতে দেদার বিক্রি জয় বাংলা ফ্যানের

নিজস্ব সংবাদদাতা: প্রচন্ড গরমে খানিক উত্তরে হাওয়া যদি পাওয়া যেত প্রাণ মন জুড়িয়ে যেত, একটু হওয়ার খোঁজে হন্তদন্ত হয়ে খুঁজতে হচ্ছে নিরালা। এরকম দাবদাহে ধুপগুড়িতে সুপার ডুপার হিট জয় বাংলা ফ্যান। ধুপগুড়ির মানুষের কাছে এখন একটাই নাম জয় বাংলা ফ্যান, রীতিমতো নামিদামী কোম্পানিগুলিকে টেক্কা দিচ্ছে জয় বাংলা ফ্যান। এই ফ্যান বাংলাদেশের প্রস্তুত হয়, তিনটি ব্লেড অথবা ৫ টি ব্লেড বিশিষ্ট এই ফ্যানের হাওয়া খেলে হৃদয় জুড়িয়ে যায় এমনটাই জানাচ্ছেন ধুপগুড়ির আমজনতা।

    বাংলাদেশ থেকে লরি চলকের হাত দিয়ে চোরা পথে ধুপগুড়িতে প্রবেশ করছে জয়বাংলা ফ্যান, দাম একেবারে সস্তা আগে ছিল ২০০ টাকা, চাহিদা বাড়ার কারণে এখন দাম বেড়ে দাঁড়িয়েছে ৩০০ থেকে ৩৫০ টাকা। প্রতিদিন প্রচুর বিক্রি হচ্ছে এই জয় বাংলা ফ্যান।