|
---|
উজির আলী,২৭ সেপ্টেম্বর : চাঁচলের মহানন্দাপুর বাঁধ রোডে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে বাঁচলেন এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধা (৬০)। শুক্রবার তাকে চাঁচল পুলিশ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানান, মানসিক ভারসাম্যহীন (পাগল) এক বৃদ্ধা বাঁধরোডের গাছতলায় পরিত্যাক্ত অবস্থায় বসেছিলেন। এ সময় স্থানীয়রা ছেলেধরা সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করে।
বোবা র মতো চেয়ে থাকে তাই উত্তেজিত হয় গ্রামবাসী। শিক্ষিত ব্যক্তিরা তা নিয়ন্ত্রনে আনেন।
পরে খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ওই বৃদ্ধাকে উদ্ধার করতে যায়। গ্রামবাসী জানান বৃদ্ধার সঙ্গে আরেকজন ছিল,তবে সে পালিয়েছে।
পুলিশ ধৃত বৃদ্ধার জিজ্ঞাসাবাদ চালাচ্ছে।