|
---|
রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্ম বার্ষিকী উদযাপন পালন করা হল পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটিগ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুলে সকালে প্রভাতফেরি করা হয়। স্কুলে বিভিন্ন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক সৌরভ মন্ডল সহ স্কুলের শিক্ষক শিক্ষিকারা, স্কুলের ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে নন্দীগ্রাম নিম্নবুনিয়াদী বিদ্যালয়ে দুপুরবেলায় একটি পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি গ্ৰাম পরিক্রমা করে। বিদ্যালয়ে বিভিন্ন অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা। বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা উপস্থিত হয়েছিল। রাজ্য সরকারের নির্দেশে ২০শে সেপ্টেম্বর থেকে ২৬শে সেপ্টেম্বর পর্যন্ত বিদ্যালয়গুলিতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম বার্ষিকী উদযাপন করা হল।