|
---|
আজাহারউদ্দিন : হুগলির আরামবাগ এর পাডাবাগনান এডুকেশনালসোসাইটি র উদ্যোগ পবিত্র রমজান মাসে অসহায় দুঃস্থ মানুষের মধ্যে ছোলা,চিনি,খেজুর, ফলমূল ও আর্থিক সাহায্য শতাধিক মানুষকে প্রদান করেন সোসাইটি র সম্পাদক সেখ হাসান ইমাম । লকডাউন হওয়ার পর থেকে মানুষ গৃহবন্দি, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের পবিত্র রমজান মাস রোজা রাখা শুরু হয়েছে,সমাজের অসহায় মানুষের পাশে পাশে থাকার সাধ্যমত চেষ্টা করছি, পাশাপাশি সরকারি নির্দেশ অনুযায়ী ও সামাজিক দুরত্ব বজায় রেখে বাড়িতে বসে এবাদত করুন, তারাবীহ নামাজ আদায় করুন, মহান স্রষ্টার দরবারে গৃহীত হবে এই আবেদন সকলের কাছে জানান পাডাবাগনান এডুকেশনাল সোসাইটি র সম্পাদক তথা বিশিষ্ট শিক্ষাবিদ সেখ হাসান ইমাম ।