দূর্ণীতির অভিযোগে ডায়মন্ড হারবার ফায়ার স্টেশনে হানা দূর্ণীতি দমন শাখার

নিজস্ব সংবাদদাতা, ডায়মন্ড হারবার: একাধিক বেনিয়ম ও আর্থিক দুর্নীতির অভিযোগে ডায়মন্ড হারবার ফায়ার স্টেশনে হানা দিল রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তদন্তকারী অফিসাররা। সূত্রের খবর ডায়মন্ড হারবার ফায়ার স্টেশনের প্রাক্তন অফিসার ইনচার্জ দেবাশিস হালদারের কোয়ার্টারে তল্লাশি অভিযান চালান তাঁরা। দেবাশিসবাবু বর্তমানে উত্তর ২৪ পরগনার বনগাঁ ফায়ার স্টেশনের ইনচার্জ। ২০০৬ সাল থেকে টানা প্রায় ১৪ বছরের বেশি সময় ধরে ডায়মন্ডহারবার ফায়ার স্টেশনের ইনচার্জ ছিলেন। মাঝে আড়াই বছর ফায়ার ব্রিগেডের এফপিও দপ্তরে ছিলেন। গত আগস্ট মাস নাগাদ ট্রান্সফার হয়ে তিনি বনগাঁ তে চলে গিয়েছিলেন। কিন্তু স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে ডায়মন্ডহারবার ফায়ার স্টেশনের দোতালার কোয়ার্টারে থাকতেন। একজন ডিএসপির নেতৃত্বে দলটি ফায়ার অফিসারের কোয়াটারে ঢোকেন। ঘটনার জেরে উদ্বিগ্ন ডায়মন্ড হারবার ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ মিন্টু ঘোষ সহ দমকলকর্মীরা। কোয়ার্টারের ভেতরে স্ত্রী ও দুই ছেলে মেয়েকে জেরা করছেন বলে জানা গিয়েছে। প্রায় ১০ ঘন্টা জেরা চলার পর রাত্রেই তাঁরা দমকল অফিস ছাড়েন বলে খবর।