বীরভূমের কড়িধ্যার বড়বাগান এলাকায় জল নিকাশী ব্যবস্থার বেহাল দশা: ক্ষুব্ধ এলাকাবাসী

মহঃ সফিউল আলম, নতুনগতি, সিউড়ি: বীরভূম জেলার সিউড়ি সদর মহকুমার কড়িধ্যা গ্রামপঞ্চায়েতের অধীন বড়বাগান এলাকায় দীর্ঘদিন যাবৎ জল নিকাশী ব্যবস্থার বেহাল দশা অনায়াসেই চোখে পড়ছে৷ চরম অসুবিধা ও যন্ত্রণা ভোগ করছেন এলাকার বাসিন্দারা৷ সহ্যের সীমা অতিক্রম করে যাওয়ায় সম্প্রতি তাঁরা রীতিমতো জোটবদ্ধ হয়ে এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন৷ সংবাদ মাধ্যম প্রতিনিধিদের কাছে তাঁদের ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা৷ স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তরফে মিডিয়াকে জানানো হয়েছে, দ্রুত ব্যবস্থা নেওয়া হবে৷ উদ্ভূত সমস্যার সমাধান করা হবে শীঘ্র৷

    স্থানীয় বাসিন্দারা জানান, নর্দমার জল যাতায়াতের রাস্তায়, বাড়ির ভিতরেও গড়িয়ে যাচ্ছে৷ এই গ্রীষ্মকালেও হাঁটু পরিমাণ জল ডিঙিয়ে বহু কষ্টে যাওয়া আসা করতে হয় তাঁদের৷ নিকাশী ব্যবস্থা মোটেই ভাল নয়৷ বর্ষাকালে তো সমস্যা হয় আরও অনেক বেশি৷ কাছাকাছি জল জমে থাকায় মশা, মাছি, পোকা মাকড়ের উপদ্রবও বেড়েছে৷ বিভিন্ন ধরণের রোগ সংক্রমণের আশঙ্কাও রয়েছে৷ দীর্ঘদিন যাবৎ এই অব্যবস্থা চলতে থাকলেও সংশ্লিষ্ট বিভাগ ও পদস্থ কর্তারা নীরব৷ ফল স্বরূপ ক্ষোভ প্রকাশ করেছেন বড়বাগানের বাসিন্দারা৷ সমস্যার সমাধান দ্রুত না হলে তাঁরা বড় ধরণের আন্দোলনে নামারও হুমকি দিয়েছেন৷ যদিও এবিষয়ে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বক্তব্য, শীঘ্র উক্ত সমস্যার সমাধান করা হবে৷ এক পঞ্চায়েত প্রতিনিধির অবশ্য বক্তব্য, কিছু মানুষ এখানে এমন ভাবে বিভিন্ন প্লটের উপর বাড়ি নির্মাণ করছেন যা নির্দিষ্ট নিয়মকে লঙ্ঘন করছে৷ যার ফলে নিকাশী ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ছে৷ একটি নির্দিষ্ট রাজনৈতিক দল ও তাঁদের সমর্থকদের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন কেউ কেউ৷ এলাকার সাধারণ মানুষদের দাবি, অবিলম্বে এই দূরবস্থার অবসান হোক ৷ দুর্ভোগ কমুক বাসিন্দাদের৷