|
---|
রাহুল রায়, পূর্ব বর্ধমান: ফণীর আগমন ঘটলেও গরমের দাবাদহ থেকে রেহাই পায়নি বঙ্গবাসী। ফণী এসেছে আবার ফিরেও গিয়েছে। কিন্তু থেকে গেছে প্রখর গরম ও তীব্র দাবাদহ। দিনদিন যেন রবির রোষানল বৃদ্ধি পাচ্ছিল। প্রখর তাপপ্রবাহে নাজেহাল হয়ে পড়ছিল বঙ্গবাসি। রেহাই পায়নি জেলা পূর্ব বর্ধমান। তবে সেই অস্বস্তিকর পরিবেশকে কিছুটা স্বস্তি দিয়ে আজ সোমবার সন্ধ্যাবেলা ঝড় বৃষ্টি শুরু হলো পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নন্দীগ্রামে। স্বাভাবিকভাবে এই ঝড় বৃষ্টি হওয়াতে কিছুটা স্বস্তি ফিরে এলো নন্দীগ্রামের জনজীবনে। কিছুটা স্বস্তির ঠান্ডা হাওয়া। তবে গরমের হাত থেকে সাময়িক রক্ষা পেলেও, সমস্যা দেখা দিয়েছে অন্য। প্রচন্ড ঝড় বৃষ্টির কারনে লোডসিডিং, ফলে আপাতত গ্ৰাম ডুবেছে অন্ধকারে।