রক্তদান জীবনদান তা কেউ করিতে না পারে অস্বীকার

সামিম আহমেদ, নতুন গতি, বেলেগাছি: বেলেগাছি আই এন টি টি ইউ সি এর উদ্যোগে আয়োজিত রক্তদান শিবির।রক্তদান জীবন দান। হিন্দু, মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান সকলের রক্তের রঙ একি রঙের তা অস্বীকার করার কোনো সুযোগ নেই।তাই ব্লাড ব্যাংক এ গিয়ে কেউ ধর্মের ভিত্তিতে রক্ত চায়না।বর্তমান ভারত বর্ষের জাতীয় অবস্থার উন্নতি করতে এমনই উদ্যোগ গ্রহন করল বারুইপুর সংখ্যালঘু সেল ও আই এন টি টি ইউ সি।এই রক্তদান শিবির মোট রক্তদাতা ৭০০ জন। পুরুষ রক্তদাতা ৫১৩ জন ও মহিলা রক্তদাতা ১৮৭ জন। উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন বারুইপুর পূর্ব ব্লকের সংখ্যালঘু সেলের সভাপতি নওশের মিদ্দে,উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার সভাপতি ও মন্ত্রী আইনজীবী শুভাশিস মুখার্জী।পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। বিধায়ক নির্মল মণ্ডল। আই এন টি টি ইউ সি এর সভাপতি শক্তি মণ্ডল।এছাড়া জেলার সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আইনজীবী সমিমুদ্দিন। সংখ্যালঘু সেলের সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী এ কে এম ডক্টর সাইফুদ্দিন,সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ সেলিম লস্কর।এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যাক্তি বর্গ।