|
---|
সেখ আব্দুল আজিম, চন্ডীতলা : ১ লা ডিসেম্বর, শুক্রবার হুগলী জেলার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী নবাবপুর হাই মাদ্রাসার মস্তকে একটি নতুন পালক সংযোজিত হল। একটি সুদৃশ্য মিম্বর বা স্টেজের শুভ উদ্বোধন হল আজ। মাদ্রাসার প্রধান শিক্ষক মহঃ ফাসিহুর রহমান সিদ্দিকী সাহেব জানালেন, সরকারী অনুদান ছাড়াই সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে কয়েকজন সহৃদয় ব্যক্তির ও উক্ত মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকাগণের আর্থিক সহযোগিতায় প্রায় নয় লক্ষ টাকা ব্যয় করে এই স্টেজটি নির্মাণ করা হয়েছে। প্রসঙ্গত কোরান শরীফ এবং নাতে রসুল পাঠ করা হয়। সর্বাধিক অর্থ প্রদান কারী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী স্বনামধন্য ফুরফুরা শরীফের আলহাজ্ব সেখ আব্দুল সেলিম বেলা ১১.১৫ মিনিটে নবনির্মিত এই স্টেজের শুভ উদ্বোধন করেন। এই দিনের এই ক্ষুদ্র ও মহতী অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীবৃন্দ ছাড়াও পরিচালন সমিতির সভাপতি, সহ-সভাপতি, সম্পাদক , সকল সদস্যবৃন্দ এবং মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। এই উদ্যোগকে এলাকার সাধারণ মানুষ স্বাগত জানিয়েছেন।