|
---|
সেখ সামসুদ্দিন : ৮ মার্চ, ব্রিগেডে জনগর্জন সভাকে সামনে রেখে আজ জামালপুর ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি মিছিল করা হয়। পাঁচড়া অঞ্চল তৃণমূল পার্টি অফিস থেকে মিছিলটি শুরু হয়ে কিষাণ মান্ডিতে শেষ হয়। ১৩ টি অঞ্চল থেকেই মহিলারা যোগদান করেন। মিছিলটি নেতৃত্ব দেন জেলা পরিষদের দুই সদস্য কল্পনা সাঁতরা ও শোভা দে, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক ও জামালপুর ব্লকের মহিলা নেত্রী ঝর্না বেগম শেখ। এই মিছিলে যোগদান করেন বিধায়ক অলক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খান। এছাড়াও ব্লকের ও পাঁচড়া পঞ্চায়েতের বিভিন্ন নেতৃত্বও মিছিলে অংশগ্রহণ করেন। মিছিল থেকে মুখ্যমন্ত্রীর নামে এবং লক্ষ্মী ভান্ডার সহ অন্যান্য প্রকল্পগুলোর নামে জয়ধ্বনি করা হয়।