বসিরহাটে শহীদ স্মরণে রক্তদান শিবির

বসিরহাটে শহীদ স্মরণে রক্তদান শিবির

    মহঃ মফিজুর রহমান , উত্তর ২৪ পরগণা : আজ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস । ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ রক্তদানের মধ্যদিয়ে মাতৃভাষা দিবস উদযাপন করল বসিরহাট উত্তর বিধানসভা যুব কংগ্রেস । মাতৃভাষা দিবস উপলক্ষে বসিরহাট উত্তর বিধানসভার অন্তর্গত খোলাপোতা গ্রামে অরবিন্দ তপোবন বিদ্যামন্দিরে ( স্কুলে ) শহীদ স্মরণে রক্তদান শিবিরের আয়োজন করা হয় । রক্তদান শিবিরে যুব কংগ্রেসের কর্মীরা এবং এলাকার শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন । এই মহতী অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি তথা একদা বামফ্রন্টের সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষামন্ত্রী ডঃ আব্দুস সাত্তার , উত্তর ২৪ পরগণা জেলা কংগ্রেস ( গ্রামীণ ) সভাপতি অমিত মজুমদার , জেলা যুব কংগ্রেস ( গ্রামীণ ) সভাপতি রবিউল মোল্যা প্রমুখ । আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাস ও গুরুত্ব বিষয়ে মূল্যবান বক্তব্য রাখেন ডঃ আব্দুস সাত্তার সাহেব । রক্তদান শিবির ছাড়াও স্কুল পড়ুয়াদের জন্যে আন্তর্জাতিক মাতৃভাষার উপর বিশেষ প্রশ্নোত্তর ও বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল বলে জানান অনুষ্ঠানের মূল উদ্যোক্তা তথা বসিরহাট উত্তর বিধানসভা যুব কংগ্রেস সভাপতি আকিল আনসারি ।