ডায়মন্ড হারবারে অল বেঙ্গল নকআউট ফুটবল ফেস্টিভ্যাল অনুষ্ঠানে ভারতীয় প্রাক্তন ফুটবল অধিনায়ক মেহতাব হোসেন

ডায়মন্ড হারবারে অল বেঙ্গল নকআউট ফুটবল ফেস্টিভ্যাল অনুষ্ঠানে ভারতীয় প্রাক্তন ফুটবল অধিনায়ক মেহতাব হোসেন

    বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার: আজ ডায়মন্ড হারবার বিধানসভার অন্তর্গত পারুলিয়া জয় ভারত ক্লাবের পরিচালনায়, প্রতিবছরের ন্যায় এবছর ও রামগবিন্দ্র পুর পার্শ্ববর্তী ময়দানে দীর্ঘ চারদিন ব্যাপী মহিলাদের অল বেঙ্গল নক আউট ফুটবল ফেস্টিভ্যাল ২০২১ আয়োজন করা হয়েছিল,উক্ত প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ ও সনবর্ধনার মধ্যে দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। যে সকল  ব্যক্তিরা উপস্থিত ছিলেন তারা হলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিমন্ত্রী জনাব গিয়াস উদ্দিন মোল্লা মহাশয় , সাথে উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়াক মেহেতাব হোসেন এবং ডায়মন্ড হারবার ১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী এছাড়াও উপস্তিত ছিলেন কর্মাধক্ষ দক্ষিণ ২৪পরগনা জেলা পরিষদ উমাপদ পুর্কাইত সহ বিশিষ্ট ব্যক্তিবর্গগন।  ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক মেহতাব হোসেন বলেন এই ডায়মন্ড হারবার নক আউট ফুটবল ফেস্টিভ্যাল সংবার্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়ে আস্তে পেরে আমি গর্বিত মনে করি। এই বাংলার গ্রাম গঞ্জে থেকে দিনের পর দিন খেলা ধুলা আর্থিক দিক দিয়ে অথবা অন্য কোনো কারণে মানুষ খেলা থেকে দূরে সরে যাচ্ছে,জার ফলে দিনের পর দিন খেলা উঠে যাওয়ার পথে, রাজ্য সরকারের সহযোগিতায় ও স্থানীয় কিছু দানশীল সমাজসেবী দের ও আর্থিক অনুদান এর কারণে আজ বাংলার ঘরে ঘরে আবারও দেখতে পাচ্ছি এই খেলা, আমি চাই পরবর্তী প্রজন্মের কথা ভেবে এই বাংলায় ঘরে ঘরে এই সব খেলা চালিয়ে যাওয়ার আহ্বান করেন।