|
---|
নিজস্বা সংবাদদাতা : ১১ নভেম্বর,শুক্রবার, কেন্না ২ নং গ্রাম পঞ্চায়েত “দুয়ারে দুয়ারে সরকার” স্বাস্থ্যসাথী কার্ড,সংশয় পত্র, খাদ্য সাথী,কন্যাশ্রী,যুব শ্রী, রেশন কার্ড সংশোধন ও অন্যআন্য প্রকল্পের কাজ চলছে কেন্না নিন্ম বুনিয়াদি বিদ্যালয়ে। এতে পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ সুবিধা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী ও পঞ্চায়েত প্রধান এবং আশা কর্মীরা সকলে সহযোগিতা করেছেন।